- প্রযুক্তির কথা বলে

March 01, 2015

এন্ড্রয়েড স্ট্যাটাসবারে দিন ios এর মতো Blur ইফেক্ট

স্ট্যাটাসবারের ব্যাকগ্রাউন্ডে iOS এর মতো ব্লার(Blur) ইফেক্ট দিন!

যা যা দরকারঃ-
1. রুটেড এন্ড্রয়েড ফোন যার ভার্সন অবশ্যই 4.1 এর উপরে হতে হবে।
2. Xposed Farmwork
3. Blurred System UI Module

যেভাবে করবেনঃ
Xposed Installer ইন্সটল করে framework থেকে install/update দিন।তারপর  modules থেকে Blurred System UI মার্ক করে সেট রিস্টার্ট দিন।Blurred System UI ওপেন করে –
Bitmap Scale – 10(1:10) 
Blur Radius – 2 সেট করুন।
 স্ট্যাটাসবারের ব্যাকগ্রাউন্ডে যে কালারের ভাব আনতে চান তা Color Filter দিয়ে সিলেক্ট করুন।
কাজ শেষ। মজা করুন।সাথে থাকুন।

Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ