- প্রযুক্তির কথা বলে

March 01, 2015

এন্ড্রয়েড স্ট্যাটাসবারে দিন ios এর মতো Blur ইফেক্ট

স্ট্যাটাসবারের ব্যাকগ্রাউন্ডে iOS এর মতো ব্লার(Blur) ইফেক্ট দিন!

যা যা দরকারঃ-
1. রুটেড এন্ড্রয়েড ফোন যার ভার্সন অবশ্যই 4.1 এর উপরে হতে হবে।
2. Xposed Farmwork
3. Blurred System UI Module

যেভাবে করবেনঃ
Xposed Installer ইন্সটল করে framework থেকে install/update দিন।তারপর  modules থেকে Blurred System UI মার্ক করে সেট রিস্টার্ট দিন।Blurred System UI ওপেন করে –
Bitmap Scale – 10(1:10) 
Blur Radius – 2 সেট করুন।
 স্ট্যাটাসবারের ব্যাকগ্রাউন্ডে যে কালারের ভাব আনতে চান তা Color Filter দিয়ে সিলেক্ট করুন।
কাজ শেষ। মজা করুন।সাথে থাকুন।
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ