কিভাবে Whatsapp এর মেয়াদ ১ বৎসর করে বাড়ানো যায়।(how to extend Whats app Trail period? )
স্মার্টফোন ব্যবহার করে আর Whatsapp use করেনা এমন মানুষ মনে হয় হাজারে একটা মিলবে।এমনিতেই তো whatsapp অনেক জনপ্রিয় তারপর জিপির ফ্রী সার্ভিস এর কারনে এর জনপ্রিয়তা এখন তুঙ্গে...।
Whatsapp ফ্রী কিন্তু এতোকিছুর মাঝেও একটা সমস্যা আছে।এটা হলো এর মেয়াদ নিয়ে...।
এর মেয়াদ হলো একবছর পর্যন্ত।এরপর ০.৯৯$ মানে ৭০ টাকা দিয়ে আপনাকে এইটা কিনতে হবে। ৭০ টাকা খরচ করে আমাদের কাছে তেমন কোনো বড় ব্যপার না হলেও প্রধান সমস্যা হলো এইটা শুধুমাত্র আন্তর্জাতিক ভিসা দিয়ে প্রদান করতে হয় যা আমাদের মতো বাংলাদেশিদের কাছে নাই বললেই চলে।
আজ আমি আপনাদের দেখাব যে কিভাবে Whatsapp এর মেয়াদ আজীবন করা যায়।
চলুন শুরু করা যাক তাহলে...
নিচের স্টেপগুলো ভালভাবে অনুসরন করুন-
১.Whatsapp ওপেন করে settings এ যান।
২.Settings এ ঢুকার পর Account এ ক্লিক করে Change Number এ যান।
৩.এবার দুইটা বক্স দেখতে পাবেন।প্রথমটাতে আপনার বর্তমান নাম্বার এবং পরেরটাতে আপনার নতুন নাম্বার দিতে হবে।নতুন নাম্বার এর জায়গায় এমন নাম্বার ব্যবহার করবেন যেন সেইটা এর আগে কোনোদিন Whatsapp ব্যবহৃত না হয়.
৪.এবার ওকে করলে একটা কোড যাবে আপনার নতুন নাম্বার এ।কোডটা বক্স এ দিলেই আপনার নিউ একাউন্ট তৈরি হয়ে যাবে আর আপনার Whatsapp মেয়াদ হয়ে যাবে আবার ১ বছর।
৫।এবার আগের মত Settings এ ঢুকার পর Account এ ক্লিক করে Change Number এ যান, প্রথম বক্সে আপনার বর্তমান নতুন নাম্বার দিন,পরের বক্সে একদম প্রথমে যে নাম্বার টা ব্যবহার করতেন সেটা আবার দিন, এবার ওকে করুন,
দেখুন বর্ধিত মেয়াদ আর কমে নাই,আর আপনার পুরান নাম্বার ও ঠিক আছে।
Whatsapp ফ্রী কিন্তু এতোকিছুর মাঝেও একটা সমস্যা আছে।এটা হলো এর মেয়াদ নিয়ে...।
এর মেয়াদ হলো একবছর পর্যন্ত।এরপর ০.৯৯$ মানে ৭০ টাকা দিয়ে আপনাকে এইটা কিনতে হবে। ৭০ টাকা খরচ করে আমাদের কাছে তেমন কোনো বড় ব্যপার না হলেও প্রধান সমস্যা হলো এইটা শুধুমাত্র আন্তর্জাতিক ভিসা দিয়ে প্রদান করতে হয় যা আমাদের মতো বাংলাদেশিদের কাছে নাই বললেই চলে।
তাই বলে কি আমরা Whatsapp থেকে বঞ্চিত হবো????
একদম ই না।আমি আছি তো।আজ আমি আপনাদের দেখাব যে কিভাবে Whatsapp এর মেয়াদ আজীবন করা যায়।
চলুন শুরু করা যাক তাহলে...
নিচের স্টেপগুলো ভালভাবে অনুসরন করুন-
১.Whatsapp ওপেন করে settings এ যান।
২.Settings এ ঢুকার পর Account এ ক্লিক করে Change Number এ যান।
৩.এবার দুইটা বক্স দেখতে পাবেন।প্রথমটাতে আপনার বর্তমান নাম্বার এবং পরেরটাতে আপনার নতুন নাম্বার দিতে হবে।নতুন নাম্বার এর জায়গায় এমন নাম্বার ব্যবহার করবেন যেন সেইটা এর আগে কোনোদিন Whatsapp ব্যবহৃত না হয়.
৪.এবার ওকে করলে একটা কোড যাবে আপনার নতুন নাম্বার এ।কোডটা বক্স এ দিলেই আপনার নিউ একাউন্ট তৈরি হয়ে যাবে আর আপনার Whatsapp মেয়াদ হয়ে যাবে আবার ১ বছর।
৫।এবার আগের মত Settings এ ঢুকার পর Account এ ক্লিক করে Change Number এ যান, প্রথম বক্সে আপনার বর্তমান নতুন নাম্বার দিন,পরের বক্সে একদম প্রথমে যে নাম্বার টা ব্যবহার করতেন সেটা আবার দিন, এবার ওকে করুন,
দেখুন বর্ধিত মেয়াদ আর কমে নাই,আর আপনার পুরান নাম্বার ও ঠিক আছে।