এবার উইন্ডোজে চলবে এন্ড্রোয়েড অ্যাপ
ক্রোম অপারেটিং সিস্টেম চালিত নোটবুকে অ্যান্ড্রয়েড অ্যাপ চালানোর জন্য গুগল উন্মুক্ত করেছিল এআরসি ওয়েল্ডার নামক একটি টুল। তবে পরবর্তীতে দেখা গেলো যে এই টূলটি অন্য প্ল্যাটফর্ম যেমন- উইন্ডোজ কিংবা লিনাক্সেও ব্যবহার করা সম্ভব। আর তাই এই ফিচারটিকে রেখেই এবার এআরসি ওয়েল্ডারের নতুন ডেভেলপার প্রিভিউ উন্মুক্ত করেছে গুগল। ফলে অ্যান্ড্রয়েড অ্যাপ এবার স্মার্টফোনের পাশাপাশি চলবে কম্পিউটারেও।
এই টুলটি মূলত যেকোনো অ্যান্ড্রয়েড অ্যাপকে ক্রোম অ্যাপে রূপান্তর করে এবং কম্পিউটারে চলতে সাহায্য করে। এপিকে ফাইলকে ক্রোম ওয়েব স্টোর উপযোগী করে তৈরি করার জন্যই এআরসি নামক টুলটি উন্মুক্ত করেছিল গুগল।
Courtesy: priyo
Courtesy: priyo