- প্রযুক্তির কথা বলে

April 04, 2015

২০১৫ প্রথম প্রান্তিকের সেরা স্মার্ট ফোন সমূহ ( accourding To Performance)

চলতি বছরের প্রথম প্রান্তিকে বাজারে আসা বিভিন্ন অ্যান্ড্রয়েড স্মার্টফোনের পারফরমেন্স তুলনা করে সেরা ১০টি স্মার্টফোনের একটি তালিকা প্রকাশ করেছে বেঞ্চমার্ক অ্যাপ AnTuTu। প্রতিষ্ঠানটির বিচারে সেরা স্মার্টফোনের তালিকায় প্রথমেই আছে স্যামসাং গ্যালাক্সি এস৬। 

গ্যালাক্সি এস৬-এর বেঞ্চমার্ক স্কোর ৬৭,৫২০। আর ৬২,৩৭৩ বেঞ্চমার্ক স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছে গ্যালাক্সি এস এজ। এছাড়া তালিকায় থাকা অন্য স্মার্টফোনগুলো হল যথাক্রমে এইচটিসি ওয়ান এম৯ (৫২,৭০৯), স্যামসাং গ্যালাক্সি এস৫ (৪৯,৩৫৫), মেইজু এমএক্স ৪ (৪৯,৩০৫), গুগল নেক্সাস ৬ (৪৯,১৪৫), স্যামসাং গ্যালাক্সি নোট ৪ (৪৯,১৪০), মটোরোলা ড্রয়েড টার্বো (৪৮,৬৯৫), এলজি জি ফ্লেক্স ২ (৪৮,৬০৫) এবং ওয়ান প্লাস (৪৭,৫৫০)।

তালিকাটি তৈরিতে AnTuTu ১৬০টি দেশে এই অ্যাপ ব্যবহারকারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে।

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ