- প্রযুক্তির কথা বলে

April 03, 2015

দেখে নিন যেভাবে সকল এন্ড্রয়েড ডিভাইসের পাসওয়ারর্ড আনলক করবেন খুব সহজেই ।

অনেক সময় দেখা যার আপনার মোবাইলের পাসওয়ার্ড টি ভুলে গেছেন।
তখন হয়তো আপনি কিভাবে তা আনলক করবেন তা না ও জানতে পারেন।
কথা না বাড়িয়ে সরাসরি কাজের কথায় আসিঃ

১. প্রথমে আপনার সেটটি পাওয়ার অফ করুন
২.তার পরে উপরের ভলিউম কী চাপুন এবং ধরে রাখুন
৩.এখন পাওয়ার বাটন চাপুন এবং ধরে রাখুন
৪.এটি একটি সিক্রেট টার্মিনালে চালু হবে
৫.হোম বাটনটি ব্যবহার করে উপরে ও নিচে যেতে পারবেন।
৬.আপনি DELETE ALL USER DATA অপশনটিও ব্যাবহার করতে পারেন।
৭.এটি কিছূ সময় নিবে এবং সমস্যা সমাধান হয়ে যাবে।

সতর্কতা :- যদি আপনি এ পদ্ধতি ব্যবহার করে তো আপনার মোবাইলের সকল ডাটা মুছে যেতে পারে।

 copyright@ Determined showvik..
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ