আসছে দশ কোর বিশিষ্ট প্রসেসরের স্মার্টফোন
চলতি বছরেই বাজারে আসবে ডেকাকোর বা দশ কোর বিশিষ্ট প্রসেসর সমৃদ্ধ স্মার্টফোন। সম্প্রতি মিডিয়াটেক হেলিও এক্স২০ নামক একটি ডেকাকোর স্মার্টফোন প্রসেসর আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেছে।
এই প্রসেসরটিতে থাকছে পৃথক তিনটি প্রসেসর। আর এর মাধ্যমে প্রসেসরের তুলনায় এই প্রসেসরটি হবে অধিক কার্যকরী। এতে থাকবে একটি এআরএম কর্টেক্স এ৭২ এবং দুটি এআরএম কর্টেক্স এ৫৩ প্রসেসর। আর এর মাধ্যমে ব্যাটারি লাইফ হবে আরও উন্নত।
চলতি বছরের শেষ দিকে বাজারে আসতে পারে ডেকা কোর প্রসেসরের এই স্মার্টফোন।