samgsung এর টাইজেনের পর এবার নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করছে Huawei, এই অপারেটিং সিস্টেমের নাম হতে পারে কিরিন
চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে এবার নিজেদের স্মার্টফোন অপারেটিং সিস্টেম তৈরিতে কাজ করছে। মূলত গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উপর থেকে নির্ভরশীলতা কমাতেই কাজটি করছে হুয়াওয়ে।
গত তিন বছর ধরেই হুয়াওয়ে এই অপারেটিং সিস্টেম ডেভেলপমেন্টের কাজ করছে বলে জানা গেছে। চীনের একটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, হুয়াওয়ের এই স্ট্যান্ড অ্যালোন অপারেটিং সিস্টেমের নাম হতে পারে কিরিন। আর এই ওএস ব্যবহার করে একটি স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনাও করছে হুয়াওয়ে।