- প্রযুক্তির কথা বলে

May 19, 2015

১৬ হাজার টাকায় গুগলের ল্যাপটপ

দাম বেশি হওয়ায় ল্যাপটপ কিনতে পারছে না? মন খারাপের কিছু নেই, সুখবর নিয়ে এসেছে গুগল। প্রতিষ্ঠানটির ক্রোমবুক ল্যাপটপ পাওয়া যাবে মাত্র ১৬ হাজার টাকায়। জোলা এবং নেক্সিয়ানের সমন্বয়ে সাশ্রয়ী দামের ল্যাপটপটি তৈরি করেছে জায়ান্ট প্রতিষ্ঠানটি।
জোলা ক্রোমবুক ও নেক্সিয়ান এয়ার ক্রোমবুক মডেলের ডিভাইস দুটির কনফিগারেশন প্রায় একই। ১১.৬ ইঞ্চি টিএফটি ডিসপ্লের ল্যাপটপ দুইটির রেজ্যুলেশন যথাক্রমে ১৩৬৬ *৪৬৮ এবং ১৩৬৬ *৭৬৮ পিক্সেল।এতে রয়েছে ১.৮ গিগাহার্টজ এ১৭ রকচিপ কোয়াডকোর প্রসেসর, ২ জিবি ডিডিআআরথ্রি র্যা ম।




স্টোরেজ সুবিধার জন্য রয়েছে ইন্টারনাল ১৬ গিগবাইট মেমোরি, যার মধ্য থেকে ৯ গিগবাইট ব্যবহার করা যাবে। এতে রয়েছে এসডি কার্ড স্লট, ২ টি ইউএসবি এবং একটি এইচডিএমআই পোর্ট।এছাড়া ভিডিও চ্যাটের জন্য রয়েছে ১ মেগাপিক্সেল ক্যামেরা এবং ব্লুটুথ সুবিধা। ৮ ঘণ্টা ব্যাকআপ দিতে ল্যাপটপ দুইটি রয়েছে ৪ হাজার দুইশত মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
বর্তমানে ভারতের বাজারে ল্যাপটপটি উন্মুক্ত করা হয়েছে। ই-কমার্স সাইট স্ন্যাপডিল এবং অ্যামাজন থেকে ল্যাপটপটি কেনা যাচ্ছে

Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ