- প্রযুক্তির কথা বলে

May 19, 2015

ললিপপ ৫.০ এর পর অ্যান্ডয়েড এম আনছে গুগল

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ললিপপ ৫.০ সকল গ্রাহকদের কাছে পৌছতে না পৌছতেই শুরু হয়ে গেছে নতুন গুজব। ইন্টারনেট জায়ান্টটির পরবর্তী অ্যান্ড্রয়েড ওএসটি নাম হতে পারে অ্যান্ড্রয়েড এম । সম্প্রতি গুগল ভুলক্রমে আই/ও অনুষ্ঠানের সূচি প্রকাশ করে। তাতে অ্যান্ড্রয়েড এম বিষয়টি উল্লেখ্য ছিলো। এরপর থেকে ফাঁস ইন্টারনেট জগতে অ্যান্ড্রয়েড এম নিয়ে নানা তথ্য ফাসঁ হচ্ছে।
ফাঁস হওয়ার তথ্য থেকে জানা যায়, অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণটি বড় ধরণের পরিবর্তন আনা হতে পারে ইউজার ইন্টারফেসে। যেমনটা ললিপপে আনা হয়েছিল ম্যাটেরিয়াল ডিজাইন।
বর্তমানে সময়ে পরিধেয় বাজার প্রসার হচ্ছে তাই নতুন অপারেটিং সিস্টেমটি থাকবে পরিধেয় ডিভাইস ব্যবহার নানা সুবিধা। এছাড়া যুক্ত হতে পারে স্মার্টহোম সুবিধা।


অ্যান্ড্রয়েডের বর্তমানে অপারেটিং সিস্টেমের বর্তমানে নোটিফিকেশন ফিচারটি অনেকের কাছে বিরক্ত মনে হয়। কেননা ডিভাইসটিতে ইন্টারনেট সংযোগ হওয়া মাত্র একত্রে অনেকগুলো নোটিফিকেশন আসতে শুরু করে। এমনি যে নোটিফিকেশনগুলো কম্পিউটারে চেক করা হয়েছে তাও নোটিফিকেশন আকারে প্রর্দশিত হয়। পূর্বে চেক হয়ে থাকলে তা আর ডিভাইসে নোটিফিকেশন আকারে দেখাবে অ্যান্ড্রয়েড এম অপারেটিং সিস্টেমে।
চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুগল আই/ও নামে পরিচিত প্রতিষ্ঠানটির বার্ষিক ডেভেলপার সম্মেলন অপারেটিং সিস্টেমে ঘোষণা আসতে পারে। উলেখ্য অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ললিপপের ব্যবহারকারী মাত্র ১০ শতাংশ।

Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ