- প্রযুক্তির কথা বলে

August 12, 2015

গ্রামীণফোনের ক্রয়কৃত মিনিট এবং ইন্টারনেটের মেয়াদ বাড়িয়ে নিন ইচ্ছামত!!!


মিনিটের মেয়াদ বাড়াবেন যেভাবেঃ
৯১ টাকা রিজার্জ করলে জিপি-জিপি ৩০০ মিনিট পাওয়া যায়। মেয়াদ ৭ দিন। মেয়াদ বাড়ানোর জন্য
প্রথমে
http://www.grameenphone.com/flexi-plan ঠিকানায় যান।

নিচের চিত্রের মত একটি পেইজ আসবে।
এখান থেকে টকটাইম সর্বনিম্ন ১০ মিনিট, ইন্টারনেট ০, মেয়াদ ৩০ দিন এবং এসএমএস ০ সিলেক্ট করে Buy Now এ ক্লিক করুন।

পরবর্তী পেইজে আপনার মোবাইল নম্বর দেয়ার একটি বক্স আসবে। উক্ত বক্সে আপনার মোবাইল নম্বর টাইপ করুন।এন্টার প্রেস করলে কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে একটি কোড যাবে।পরবর্তী পেইজে কোডটি টাইপ করে এন্টার চাপুন।আপনার একাউন্ড থেকে ১০.৬৪ টাকা কেটে নিবে এবং ১০ মিনিট যোগ হবে।এবার আপনার ব্যালান্স *৫৬৬*২২# এ ডায়াল করে চেক করুন।

ইন্টারনেটের মেয়াদ বাড়াবেন যেভাবেঃ
পূর্বের মত http://www.grameenphone.com/flexi-plan এ প্রবেশ করে টকটাইম ০ মিনিট, ইন্টারনেট সর্বনিম্ন ৪ এম.বি , মেয়াদ ৩০ দিন এবং এসএমএস ০ সিলেক্ট করে Buy Now এ ক্লিক করুন। চাপুন। আগের মত কাজগুলো সম্পন্ন করলে আপনার একাউন্ড থেকে ৩.৮৪ টাকা কেটে নিবে এবং ৪ এমবি যোগ হবে।

*৫৬৬*১০# এ ডায়াল করে ইন্টারনেট ব্যালেন্স চেক করে দেখুন মেয়াদ একমাস বেড়ে গেছে।

written by-Saiful islam

Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ