- প্রযুক্তির কথা বলে

August 08, 2015

স্টাইলাস স্মার্টফোন বাজারে

এসিআই গ্রুপ বাজারে নিয়ে এল নিজেদের ব্র্যান্ডের মোবাইল ফোন। স্টাইলাস ব্র্যান্ডে মোবাইল ফোনগুলো পাওয়া যাবে। স্টাইলাস ০৬৫ ও পি৭৬ মডেলের দুটি স্মার্টফোনে থাকছে নানা ধরনের নতুন সুবিধা। এ ছাড়া এই ব্র্যান্ডের কিউ৭৫ মডেলের পাঁচ ইঞ্চি এইচডি পর্দার স্মার্টফোনটিতে থাকছে কোয়াডকোর প্রসেসর। এটি চলবে অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমে।
এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর জানান, ওষুধ, কৃষি, ভোগ্যপণ্য ও চেইনশপ ‘স্বপ্ন’-এর পর প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান বিস্তৃত করবে এই স্মার্টফোন। পাশাপাশি এসব পণ্য মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদী।

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ