আপনার প্রিয় Android Device টি কে গতিম রাখার ৫ টি টিপস
১.আপনার অ্যান্ড্রয়েডের ফার্মওয়্যার সর্বদা আপডেট করুন। কারণ, ডিভাইসের ফার্মওয়্যার আপডেটেড থাকলে ফোনের গতি কমে যাবার সম্ভাবনা কমে যায়।
২.ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ চেক করুন। কারণ, ইন্টারনাল স্টোরেজ কমে গেলে ডিভাইসের গতি কমে যায়। তাই, আপনার অ্যাপ্লিকেশন, গেমস, মিউজিক ইত্যাদি ফাইলগুলো সর্বদা আপনার মেমরি কার্ডে স্টোর করে রাখুন।
৩.কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করার পর তা ক্লিয়ার করে রাখুন। এতে করে আপনার অপ্রয়োজনীয় র্যাম খরচ হবে না।
৪.ডিভাইসটি বুট বা রিস্টার্ট হবার সময় নির্ধারণ করে দেওয়া এবং কোন অ্যাপলিকেশনগুলো সক্রিয় হবে ও কোনগুলো নিষ্ক্রিয় থাকবে তা ঠিক করার জন্য ‘start up manager’ এর মত কিছু অ্যাপলিকেশন আছে। এ অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারেন।
৫.ভাল মানের এন্টি ভাইরাস ব্যবহার করুন। এতে করে আপনার ডিভাইস যেমন ম্যালওয়্যার থেকে নিরাপদ থাকবে, তেমনি ধীর গতির সমস্যা দূর হবে।
Posted By: ShowviK
২.ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ চেক করুন। কারণ, ইন্টারনাল স্টোরেজ কমে গেলে ডিভাইসের গতি কমে যায়। তাই, আপনার অ্যাপ্লিকেশন, গেমস, মিউজিক ইত্যাদি ফাইলগুলো সর্বদা আপনার মেমরি কার্ডে স্টোর করে রাখুন।
৩.কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করার পর তা ক্লিয়ার করে রাখুন। এতে করে আপনার অপ্রয়োজনীয় র্যাম খরচ হবে না।
৪.ডিভাইসটি বুট বা রিস্টার্ট হবার সময় নির্ধারণ করে দেওয়া এবং কোন অ্যাপলিকেশনগুলো সক্রিয় হবে ও কোনগুলো নিষ্ক্রিয় থাকবে তা ঠিক করার জন্য ‘start up manager’ এর মত কিছু অ্যাপলিকেশন আছে। এ অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারেন।
৫.ভাল মানের এন্টি ভাইরাস ব্যবহার করুন। এতে করে আপনার ডিভাইস যেমন ম্যালওয়্যার থেকে নিরাপদ থাকবে, তেমনি ধীর গতির সমস্যা দূর হবে।
Posted By: ShowviK