Whatsapp এ যেভাবে 16MB এর জায়গায় Unlimited video share করবেন।
আমরা whatsapp এ বড় বড় video share করতে চাই কিন্তু তা share করার জন্য Droid spiliter দিয়ে parts করে File sender দিয়ে send করতে লাগে কারন 16 mb এর বড় Video আমরা Share করতে পারি না। আর উপরের প্রসেস টি করতে সময়+ বিরক্ত লাগে। কিন্তু Normally video share করা টা অনেক Easy.
তাই আমি রাকিব আপনাদের জন্য টিউন নিয়ে আসলাম যা দিয়ে আপনি Unlimited video Normally share করতে পারবেন।
আপনার যা যা লাগবেঃ
১। একটি রুটেড ফোন
২। Es File manager.
চলুন শুরু করা যাক।
১। প্রথমে আপনার Es file manager App টি ডাউনলোড করে নিন।
২। এখন App টি ওপেন করে Root permission দিন।
৩। এখন Device এ ক্লিক করুন। তারপর Data folder এ ক্লিক করুন। এরপর নিচে আবার Data folder থাকবে ক্লিক করুন।
৪। এরপর আপনি Com.whatsapp folder দেখতে পাবেন ক্লিক করুন।
৫। এখন আপনি shared_prefs এ ক্লিক করুন ।
৬। এখন com.whatsapp_prefer folder টি ওপেন করুন।
এই স্টেপটিই হল গুরুত্বগূর্ণ।
৭। এখন com.whatsapp_prefer টি যেকোনো Editor দিয়ে ওপেন করুন। Es editor দিয়েই ওপেন করুন। এবং ডানে উপরের Option থেকে Edit ক্লিক করুন।
এরপর আপনি
<int name="media_limit_mb" value="16"/>
এই লাইন টি খুজে বের করুন এবং 16 এর জায়গায় আপনার ইচ্ছামত বসান। আমি 3048 দিয়েছি ।মানে 3+ GB .
<int name="media_limit_mb" value="3048"/>
এরপর Back চাপুন Save আসবে। save করুন।
৮। এখন আপনি আপনার Android টি Reboot দিন।
এখন whatsappp এ ইচ্ছামত Unlimited video share করুন ।