MX Player এ AC3 ফরম্যাট এর ভিডিওর সাউন্ড সাপোর্ট করছে না??? সমাধান করুন সহজেই
বর্তমান সময়ে স্মার্টফোন একটা কমন জিনিস।আর স্মার্টফোনে ভিডিও দেখার জন্য MX Player ব্যবহার করেনা এইরকম মানুষ খুজে পাওয়া অসম্ভব প্রায়...।।
তবে সব জিনিস এর যেমন ভালো দিক থাকে সেইরকম কিছু প্রতিবন্ধকতা ও আছে।
আজ আমি তানভীর অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম এইরকম ই একটা সমস্যার সমাধান দেওয়ার জন্য।
আজ যেই সমস্যা নিয়ে আলোচনা করবো তা MX Player এর খুব ই কমন একটা প্রব্লেম যার কারণে অনেকে বিরক্ত হয়ে অন্য Video Player ও ইউস করে থাকেন। এইটা হল MX Player এর AC3 ফরম্যাট এর ভিডিওর সাউন্ড সাপোর্ট না করা।
অনেক ভিডিও আপনারা ফোনে নেওয়ার পর দেখেন যে সাউন্ড নাই।হতাশ হবেন না। চলুন শুরু করি.........
Step:-
১.প্রথমে আপনার MX Player এর সর্বশেষ ভার্সনটি নামিয়ে নিন।
২.এইবার এখান থেকে ফাইলটি ডাউনলোড করে আপনার SD CARD এ রাখুন।
৩.এইবার MX Player open করে Setting > Decoder > Custom Codec এ যান।
৪.SD CARD থেকে এইবার MX Player Codec Full aio.1.7.32.zip ফাইল টি সিলেক্ট করুন।
৫.MX Player Restart করুন।
কাজ শেষ। এইবার আরামসে সব ভিডিও সাউন্ড সহকারে দেখুন।
ধন্যবাদ