- প্রযুক্তির কথা বলে

July 08, 2015

আগামী সেপ্টেম্বরেই বাজারে আসছে সনির নতুন ফ্ল্যাগশিপ Xperia Z5 .

মাত্র কদিন আগেই সনি বাজারে এনেছে ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xperia Z3+। তবে এবার গুঞ্জন শোনা যাচ্ছে সনির পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে। জানা গেছে, আগামী সেপ্টেম্বরেই বাজারে আসছে সনির নতুন ফ্ল্যাগশিপ Xperia Z5।
ফিচারের দিক থেকেও বেশ সমৃদ্ধ হতে পারে স্মার্টফোনটি। এতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট যা এখনও বাজারে আসেনি। এছাড়াও ৪ গিগাবাইট র‍্যাম, ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলেও আশা করা হচ্ছে। এছাড়া থাকতে পারে ৪কে ভিডিও রেকর্ডিং সুবিধা সম্বলিত ২১ মেগাপিক্সেল ক্যামেরা।



Xperia Z5 ছাড়াও Xperia Z5 Compact এবং Xperia Z5 Ultra নামের আরও দুটি স্মার্টফোন বাজারে আনতে পারে সনি। তবে সনির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।-(collected )

Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ