- প্রযুক্তির কথা বলে

October 01, 2015

App install হচ্ছে না? নিয়ে নিন সমাধান ৷

এরকম সমস্যায় আমাদের প্রায়ই পরতে হয় ৷ চলুন দেখে আসি কীভাবে এটার সমাধান করা যায় ৷
[N.B::Device must be rooted.Device'এর কোনো প্রকার Damage এর জন্য একমাত্র আপনিই দায়ী] 


১ম পদ্ধতি:
Download Total Comander>Allow root permission> Go to file system root>data>data
এখানে অনেকগুলো folder পাবেন ৷
ধরুন Facebook messenger install হচ্ছে না ৷ তাহলে com.facebook.orca folder'টা Delete করে দেন ৷ অর্থাত্ যে Apps'টি Install হবে না সেটার package name Delete করতে হবে ৷
পদ্ধতি ২:
Download Lucky Patcher>Toolbox>Disable Signature verification in the package manager> এইটা mark করে Tap on Apply.
Device automatically reboot হবে ৷ এবার apps'টি install করতে পারবেন ৷
পদ্ধতি ৩:  Go to file manager>sd card>press menu>tap on show hidden files>find .android_secure>smdl2tmpl.asec>Delete its.ফোন দিয়ে Delete নাও হতে পারে,সেক্ষেত্রে pc দিয়ে Delete করতে হবে ৷
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ৷ কোন সমস্যা হলে জানাবেন ৷

Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ