- প্রযুক্তির কথা বলে

October 24, 2015

জানুয়ারিতে আসছে স্যামসাং গ্যালাক্সি এস৭

 প্রতি বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্যালাক্সি এস সিরিজের নতুন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়ে থাকে স্যামসাং। তবে গ্যালাক্সি এস৭ এর ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। জানা গেছে, আগামী বছরের জানুয়ারিতেই ঘোষণা আসতে পারে নতুন এই ফ্ল্যাগশিপের। যদিও মোবাইল ওয়ার্ল্ড কংরেস অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারির শেষের দিকে কিংবা মার্চের শুরুর দিকে।

 এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ইলেক্ট্রনিকস টাইমস। নতুন দুই আইফোনের সাথে টেক্কা দিতেই এমন সিদ্ধান্ত, এমনটাই বলা হয়েছে প্রকাশিত প্রতিবেদনে। সেখানে আরও বলা হয়, গ্যালাক্সি নোট ফাইভের ক্ষেত্রেও একই কাজ করেছে স্যামসাং। গ্যালাক্সি নোট সিরিজের নতুন স্মার্টফোন সাধারণত সেপ্টেম্বরে উন্মুক্ত করা হলেও আইফোন ৬এস এর বাজারে আসাকে সামনে রেখে আগস্টেই নোট ৫ নিয়ে আসে স্যামসাং।  বেশ কিছুদিন ধরেই স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। বিশ্লেষকদের মতে, চলতি বছর স্যামসাংয়ের স্মার্টফোন বাজারে আরও এক শতাংশ সংকুচিত হতে পারে।
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ