সোশাল সাইটগুলো ব্যবহার করুন কোনো সমস্যা ছাড়াই (use social networking site in bd without any problem)
ডি এন এস এর সমস্যা এর জন্য গতদিন অনেক বিডি
সার্ভারের সাইটে ভিজিট করা যাচ্ছিলো না তবে এখন ভিপিএন
কিনবা TOR ব্রাউজার দিয়ে সে সব সাইট সহজেই দেখা যাচ্ছে।
আপনারা যারা মোবাইলে আছেন তারা
Dowload link
এই লিংক থেকে একটি ফ্রি ভিপিএন ডাউনলোড করে নিতে
পারেন। এটি ডাউনলোড করে ইন্সটল করার পর অ্যাপে
প্রবেশ করে কানেক্টে চাপ দিলেই কাজ শেষ। যে
কোনো ব্লকড সাইট কিনবা অ্যান্ডুয়েড গেম খেলতে
পারবেন স্প্রিড লিমিট ছাড়াই৷
অথবা Uc mini দিয়ে শুধু ফেসবুক ব্যবহার করতে পারবেন ৷
আর যারা পিসিতে আছেন তারা
TOR/ EPIC BROWSER ব্যবহার করুন। তবে কোনো প্রক্সি সাইট
ব্যবহার করবেন না এতে আপনার আইডি এর সেন্সিটিভ তথ্য
অন্যের হাতে চলে যেতে পারে। এছাড়াও প্রক্সি
এক্সটেনশন ব্যবহার না করাই ভালো এসব জিনিসে ডাটা ফিল্টার
হয়ে অন্য মাধ্যম থেকে আপনার কাছে অাসে আর ঐ মাধ্যম
চাইলে আপনার ডাটা কে ট্রেস করতে পারবে।
[N.B: ১। ভিপিএন ব্যবহারের ফলে
তাদের সার্ভারে আপনার ব্রাউজিং ডাটা জমা হয়ে যাচ্ছে। যেমন-
আপনার ইমেল,পাসওয়ার্ড, ব্রাউজিং হিস্ট্রি ইত্যাদি।২। ভিপিএন
ব্যবহারের কারণে হ্যাকারদের পক্ষে আপনার পিসি বা
মোবাইলে ঢোকা সহজ হয়ে যায়।৩। ডিভাইস ক্র্যাশ করে
হার্ড ড্রাইভ মেমোরি হারানোর ঘটনাও আছে।---------সা
বধানতাঃ
১। ফেসবুকে কোড জেনারেটর বা লগিন এপ্রোভাল
চালু রাখুন।২। অপরিচিত কোনো লিংকে ক্লিক করবেন না।৩।
বিশ্বস্ত এবং বহুল প্রচলিত কোনো প্রক্সি বা ভিপিএন ব্যবহার
করুন। সম্ভব হলে কোনো পেইড ভিপিএনবা এর ট্রায়াল
ভার্শন ব্যবহার করুন।৪। অতি প্রয়োজনীয় ডাটাগুলোর
ব্যাকআপ রাখুন।]
সবাই নিরাপদ
থাকুন, ধন্যবাদ সবাইকে ৷
সার্ভারের সাইটে ভিজিট করা যাচ্ছিলো না তবে এখন ভিপিএন
কিনবা TOR ব্রাউজার দিয়ে সে সব সাইট সহজেই দেখা যাচ্ছে।
আপনারা যারা মোবাইলে আছেন তারা
Dowload link
এই লিংক থেকে একটি ফ্রি ভিপিএন ডাউনলোড করে নিতে
পারেন। এটি ডাউনলোড করে ইন্সটল করার পর অ্যাপে
প্রবেশ করে কানেক্টে চাপ দিলেই কাজ শেষ। যে
কোনো ব্লকড সাইট কিনবা অ্যান্ডুয়েড গেম খেলতে
পারবেন স্প্রিড লিমিট ছাড়াই৷
অথবা Uc mini দিয়ে শুধু ফেসবুক ব্যবহার করতে পারবেন ৷
আর যারা পিসিতে আছেন তারা
TOR/ EPIC BROWSER ব্যবহার করুন। তবে কোনো প্রক্সি সাইট
ব্যবহার করবেন না এতে আপনার আইডি এর সেন্সিটিভ তথ্য
অন্যের হাতে চলে যেতে পারে। এছাড়াও প্রক্সি
এক্সটেনশন ব্যবহার না করাই ভালো এসব জিনিসে ডাটা ফিল্টার
হয়ে অন্য মাধ্যম থেকে আপনার কাছে অাসে আর ঐ মাধ্যম
চাইলে আপনার ডাটা কে ট্রেস করতে পারবে।
[N.B: ১। ভিপিএন ব্যবহারের ফলে
তাদের সার্ভারে আপনার ব্রাউজিং ডাটা জমা হয়ে যাচ্ছে। যেমন-
আপনার ইমেল,পাসওয়ার্ড, ব্রাউজিং হিস্ট্রি ইত্যাদি।২। ভিপিএন
ব্যবহারের কারণে হ্যাকারদের পক্ষে আপনার পিসি বা
মোবাইলে ঢোকা সহজ হয়ে যায়।৩। ডিভাইস ক্র্যাশ করে
হার্ড ড্রাইভ মেমোরি হারানোর ঘটনাও আছে।---------সা
বধানতাঃ
১। ফেসবুকে কোড জেনারেটর বা লগিন এপ্রোভাল
চালু রাখুন।২। অপরিচিত কোনো লিংকে ক্লিক করবেন না।৩।
বিশ্বস্ত এবং বহুল প্রচলিত কোনো প্রক্সি বা ভিপিএন ব্যবহার
করুন। সম্ভব হলে কোনো পেইড ভিপিএনবা এর ট্রায়াল
ভার্শন ব্যবহার করুন।৪। অতি প্রয়োজনীয় ডাটাগুলোর
ব্যাকআপ রাখুন।]
সবাই নিরাপদ
থাকুন, ধন্যবাদ সবাইকে ৷