পরিবর্তন করে নিন ফোনের ব্যাকগ্রাউন্ড
Xposed open করে Xblast module active করে নেন ৷ এবার xblast open করে রুট পারমিশন দেন ৷
নিচে scrolling করে Visual Tweaks Option টা খুজে বের করেন ৷ এবার Visual tweaks এর ভেতর থেকে Holo theme এর উপর tap করেন ৷ Dark Theme> Holo Dark Background Image এখানে যাওয়ায় পর automatically Gallery open হয়ে যাবে ৷ এবার পছন্দসই ছবি নির্বাচিত করে Save করেন ৷ এবার back এ গিয়ে Light Theme ঢুকে আগের ছবিটি দিয়ে পুনরায় Save করেন ৷ Device Reboot করলেই কাজ শেষ ৷
[N.B:stock rom এর backup রাখবেন ৷ নিজ দায়িত্বে কাজ করবেন ৷বুঝতে কোথাও সমস্যা হলে আমাদের জানাবেন ৷ আমাদের ফেসবুক গ্রুপ]