রুট ছাড়াই ব্যবহার করুন Knock Code এবং Double Tap To Sleep Option!!
Root ইউজারদের কাস্টোমোলাইজেশন দেখে অনের আনরুট ইঊজারেরই হিংসা হয় ৷ চলুন সেটা একটু হলেও লাঘব করা যাক ৷
প্রথমে এখান থেকে আ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেন ৷ওপেন করে উপরের ডান কর্ণার থেকে এনাবল করে নেন ৷ এবার tap on Select Security Type>Knock code>ইচ্ছেমতো নক কোড দিয়ে কনফার্ম করেন ৷ Go back>Remove Default Lock Screen>None. একটু নিচে গিয়ে দেখতে পাবেন Set knock position. এটার মাধ্যমে নক পজিশনে পরিবর্তন আনতে পারবেন ৷আরও নিচে গিয়ে দেখেন Double tap to sleep option আছে ৷ ওখানে ট্যাপ করেন>Device Administrator এর পারমিশন চাইবে> Active করেন ৷ একটিভ করার পর Screen'এ গোলমতো একটা চিহ্ন আসবে ৷ ওইটাই দুবার ক্লিক করলেই ফোন স্লিপ মোডে চলে যাবে ৷ কোথাও বুঝতে সমস্যা হলে আমাদের ফেইসবুক গ্রুপে নক করেন ৷