- প্রযুক্তির কথা বলে

February 01, 2016

ব্যাটারি লাইফ বাড়িয়ে নিন সহজেই!!!

আ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া একটি বিরক্তিকর ব্যাপার ৷ চলুন দেখে আসি কীভাবে স্মার্টফোনের ব্যাটারি লাইফ এক্সটেন্ড করা যায় ৷
যা যা লাগবে:
১/রুটেড স্মার্টফোন,
২/Greenfi Apk,
৩/Xposed Installer.
উপরের আ্যাপসগুলো ডাউনলোড করে ইনস্টল করে নেন ৷ এবার নিচের ধাপগুলো অনুসরণ করেন: :
Open Xposed Installer>Grant Root permission> Tap on module> Greenfi এর ডানে ক্লিক করে মডিউলটি এ্যাক্টিভেট করে নেন >Go Back>Framework> Install/Update> Reboot চাইবে এবং রিবুট করবেন ৷
এবার Open Greenfi>Grant Root Permission>
এবার উপর থেকে + আইকনটিতে ট্যাপ করেন>নিচে Show more apps option পাবেন>ওখান থেকে সকল আ্যাপস সিলেক্ট করে হাইবারনেট বাটনে(নিচে নীলমতো একটা বাটন screenshots এর মতো) চাপ দিন>সকল আ্যাপসগুলো হাইবারনেটে চলে যাবে ৷ তবে আপনার অতি প্রয়োজনীয় আ্যাপসগুলো যেমন:Google Play Service, আপনার ব্যবহৃত কীবোর্ডটি  এগুলো Pending  Manual Hibernation অপশনটিতে থাকবে ৷ এগুলো হাইবারনেট না করাই ভালো ৷
এবার ফোনের Setting> Accessiblity> থেকে Greenfi এ্যাক্টিভেট করে নেন ৷ হোমপেজে ফিরে গিয়ে Widget option থেকে Hibernet Now  widget'টা Add করে নেন ৷ যেকোন সময় এটাতে প্রেস করলেই আপনার ডিভাইসটি হাইবারনেট মোডে চলে যাবে ৷ কোথাও বুঝতে সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে জানান ৷

Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ