"ব্রডব্যান্ডের সর্বনিম্ন গতি ৫ এমবিপিএসে উন্নীত হচ্ছে"
ব্রডব্যান্ডের নূন্যতম গতি হতে যাচ্ছে ৫ এমবিপিএস। আগামীকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে সরকার।
বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে চতুর্থবারের মতো ব্রডব্যান্ড ইন্টারনেটের সংজ্ঞায় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এতে নূন্যতম ৫ এমবিপিএস গতি না হলে সেটি ব্রডব্যান্ড হিসেবে ঘোষিত হবে না।
২০১৫ সালের ২৯ জুলাই দেশের সরকারি পাঁচটি টেলিযোগাযোগ কোম্পানির সঙ্গে বৈঠকে ব্রডব্যান্ডের গতি বাড়াতে বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
ওই বৈঠকে যতো দ্রুত সম্ভব ব্রডব্যান্ডের গতি বাড়িয়ে কার্যকর করার পাশাপাশি টেলিযোগাযোগ নীতিমালায়ও তা যুক্ত করার কথা বলেছিলেন জয়।
এর আগে ২০০৮ সালে প্রথমবারের মতো ব্রডব্যান্ডের সংজ্ঞায় ১২৮ কেবিপিএস গতি ঠিক করে দেওয়া হয়। ২০০৯ সালে করা হয় ২৫৬ কেবিপিএস। পরে তা বাড়িয়ে ৫১২ কেবিপিএস করা হয়। ২০১৩ সালে এটি হয় ১ এমবিপিএস।