খুব সহজেই খুজেঁ বের করে ফেলুন ফোন থেকে কাঙ্খিত অ্যাপস, মিউজিক অথবা কন্ট্রাক নম্বর!
জরুরি কাজে একটা ফাইল দরকার, কিন্তু ফোনের হাজারো ফাইলের মধ্যে হতে সেটা খুজেঁ বের করতে আপনার অনেক সময় লেগে যাবে ৷
কিন্তু যদি এমন হয়,সেটা আপনি এক ট্যাপেই পেয়ে গেলেন!এ সুবিধার কথা চিন্তা করেই গুগল অবমুক্ত করলো তাদের নতুন অ্যাপস Google Gesture. এখান থেকে অ্যাপসটি Download করে ইনস্টল করে নেন ৷ এবার আপনার ফোনের হোমপেজে গিয়ে অ্যাপসটার একটা widget তৈরি করে নেন (স্ক্রিনশটের মতো)৷কাঙ্খিত ফাইল খুজেঁ বের করতে শুধু আইকনটাতে ক্লিক করে কাঙ্খিত ফাইলের দু-এক অক্ষর লিখলেই ফাইলটি হাজির হয়ে যাবে! অনেক চমতকার একটা কাজের অ্যাপস ৷ আশা করি আপনাদের ভালো লাগবে ৷