- প্রযুক্তির কথা বলে

April 21, 2016

বাংলাদেশের বাজারে এসেছে xiaomi এর নতুন ফোন Redmi 3


বেশ কম  দামেই বাজারে এসেছে xiaomi  এর নতুন  ফোন  Redmi 3  বিশ্বস্ত ও উচ্চ বিল্ড কোয়ালিটির জন্য সুপরিচিত Xiomi  এর এই  ফোনটিতে চমৎকারর সব ফীচার 

চলুন দেখে নেই স্পেশাল  কি কি  রয়েছে এই ফোনটিতেঃ


*  নেটওয়ার্ক :৩জি ,৪ জি 
* পাওয়ার ফুল Li-polymar ব্যাটারি ৪১০০ mah
*পিছনের ১৩  মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেল HD ক্যামেরা।
* ৫ ইঞ্চি HD আইপিএস  ডিসপ্লে 
*১.৫  গিগাহার্জ এর পাওয়ার ফুল অক্টা-কোর cortex ৫৩  প্রসেসর
*২ জিবি Ram,  ১৬  জিবি Rom,
*হাইব্রিড  ডুয়াল সিম  অপসন রয়েছে এতে ,( ১ টি স্লট এ  মাইক্রো সিম অন্যটি  তে মাইক্রো এসডি অথবা সিম )
*android ভার্সন  ললিপপ ৫.১
*  চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে  Qualcumn snapdragoan 616 যা galaxy a 7 ,অপ্প f1 এর মত হ্যান্ডসেট এ ব্যবহারিত হয়েছে.
*  জিপিইউ হিসাবে রয়েছে adreno ৪০৫ যা samsung galaxy s5  এর gpu থেকে ভালো মানের 
*FM Radio তো থাকছেই 
* ফাস্ট ব্যাটারী চার্জ  অপসন থাকছে  ফোন  টি তে
 এছাড়াও রয়েছে আরও বেশ ভালো কিছু  ফীচার 
মুল্য : ১২২০০ টাকা 

Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ