- প্রযুক্তির কথা বলে

April 20, 2016

ব্যাকআপ রাখুন আপনার আপস কন্টাক্ট নম্বর ,বুকমার্ক , কল লগ

ব্যাকআপ নিতে আমরা অনেকে অনেক রকম অ্যাপ ইউজ করি। আবার এক একটি অ্যাপ এক এক রকম ব্যাকআপ নেয়ার কাজে ইউজ করতে হয়। যেমন একটি ইউজকরি অ্যাপস এর ব্যাকআপ এর জন্যে। আরেকটি ইউজ করি ছবি,ডকুমেন্ট,কল লগ ইত্যাদি এর জন্যে। আবার আরও আছে যা অন্য কাজে ইউজ করি ব্যাকআপকরতে। তবে আজ আমি একটি অ্যাপ ইউজ করে সব কিছুর ব্যাকআপ নিতে পারবো। কারন Super Backup নামক এই অ্যাপ টি ব্যাবহার করে আপনি আপনার সম্পূর্ণ ডিভাইস এর ব্যাকআপ নিতে পারবেন যেমন contacts, SMS, bookmarks, Calendars, Call logs এবং Apps।







তবে মজার ব্যাপার হলো আপনার ডিভাইস টি যদি রুট করা থাকেতাহলে আপনি প্রতিটি অ্যাপ এর ডাটা পর্যন্ত ব্যাকআপ করতে পারবেন। তবে নন রুটেড ডিভাইস এ শুধু মাত্র নরমাল অ্যাপ অনুযায়ী ব্যাকআপ হবে।
তবে এখানে বলে রাখছি, আপনার ডিভাইস টি যদি ইন্টারনাল বিল্ট ইন মেমোরি এর হয় মানে এটায় যদি এক্সট্রা মেমোরি লাগানোর সিস্টেমনা থাকে তবে এই অ্যাপ টি নরমাল মেমোরি তেই ব্যাকআপ করবে এবং আপনি তা কপি করে এসডি কার্ড এ নিতে হবে। এটি আপনি সেটিং এ চেক ও পরিবর্তন করে নিতে পারবেন।

Super backup Download করুন এই লিংক থেকেঃ Download


কপিরাইট @সৌভিক

Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ