- প্রযুক্তির কথা বলে

April 19, 2016

১২ আল্ট্রাপিক্সেল ক্যামেরা ও বুমসাউন্ড স্পিকারসহ এইচটিসি ১০ অবমুক্ত।

এইচটিসি ১০ এলো আল্ট্রাপিক্সেল নিয়ে। এটা এফ/১.৮ অ্যাপার্চার, ওআইএস এবং লেসার অটোফোকাস যুক্ত ১২ মেগাপিক্সেল সেন্সরের ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ১২-বিট আরএডব্লিউ, ৪ কে ২১৬০ পিক্সেল ভিডিও এবং হাই-রেস অডিও রেকর্ড করা যাবে। এবারই প্রথম কোন ফোনের সামনের সেলফি ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধা দেয়া হয়েছে। এই সামনের ক্যামেরাও একটি ৫ মেগাপিক্সেল সেন্সর এবং এফ/১.৮ অ্যাপার্চারযুক্ত ক্যামেরা।

ফোনটিতে সংযুক্ত বুমসাউন্ড নামের এই বিশেষ স্পিকারে স্টেরিও স্পিকারের পরিবর্তে আছে এমন দুটি স্পিকার যেগুলি দুটি ভিন্ন ধরণের স্পিকাররূপে কাজ করে- একটি কাজ করে হাই ফ্রিকোয়েন্সিতে এবং অন্যটি কাজ করে লো-ফ্রিকোয়েন্সিতে। প্রতিটি স্পিকারের আছে নিজস্ব অ্যাম্পিফিয়ার। এইচটিসি ১০ এর ব্যবহারকারী ফোনটির সাথে একটি বিশেষ হেডসেট পাবেন যাতে থাকবে ৭০% বড় ড্রাইভার এবং হাই-রেস অডিও অর্থাৎ এর সাহায্যে দ্বিগুন ফ্রিকোয়েন্সির কর্মক্ষমতা পাওয়া যাবে।

এইচটিসি ১০ এর ডিজাইন অনেকটা ওয়ান এ৯ এর মতো। আর এর ডিজাইনের ভিত্তি এইচটিসি ওয়ান। এ ফোনের আছে কিউএইচডি (১,৪৪০ * ২,৫৬০) পিক্সেল রেজ্যুলুশনের ৫.২ ইঞ্চির স্ক্রিন। এর সুপার এলসিডি ৫ স্ক্রিনের আছে একটি বাঁকানো প্রান্তের গরিলা গ্লাস। এটি চলবে অ্যানড্রয়েড ৬.০ ম্যাশমালো’তে যাতে থাকবে স্নাপড্রাগন ৮২০ চিপ, ৪ গিগাবাইট র্যাম ও মাইক্রোএসডি স্লট। এর ব্যাটারি হলো ৩০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার যাতে আছে কুইক চার্জ ৩.০ অর্থাৎ এর সাহায্যে ৩০ মিনিটে ৫০% চার্জ দেয়া সম্ভব। এই ফোনটি পাওয়া যাবে দুটি ভিন্ন সংরক্ষণ ক্ষমতা সহ - ৩২ গিগাবাইট ও ৬৪ গিগাবাইট । ৩২ গিগাবাইট ফোনের মূল্য ৭০০ ডলার।
.
আজ এপর্যন্তঈ। আবার নতুন কোন ফোনের রিভিউ নিয়ে দেখা হবে আপনাদের সাথে।

Written by: Showvik neo

Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ