- প্রযুক্তির কথা বলে

May 13, 2016

যেভাবে আপনার মোবাইল এর apps edit করবেন ( No root access is needed)

যে ভাবে কাজ করবেনঃ

1) প্রথমে apk editor Apps টি open করুন। এবার
select an apk file options এ click করুন। এবার আপনার Sd card থেকে আপনি যে app টি edit করতে চান তাতে click করুন। মনে করুন আপনি Shareit apk এ click করেছেন।

2) Apk file এ click করার পর তিনটি option আসবে। এখান থেকে Full Edit option এ click করুন।

3) এবার কিছুক্ষণ অপেক্ষা করুন। ফাইল সব লোড হবে। লোড শেষ হওয়ার পর দেখবেন সব Text show করছে।

4) এবার আসল কাজ আপনি প্রথমে আপনার App name change করে দিন। মানে apps Name এর যায়গায় আপনার যা মনে চায় তাই দিন।



5)এবার ভাবছেন এরপর কি করবেন একদম নিচে দেখুন Search করার একটা option আছে। ওখানে আপনি যে লাইন edit করতে চান Search দিন। মনে করেন আপনি "Send" এ বাটন টার লিখা পরিবর্তন করবেন। তাহলে Search box এ Send লিখে Search দিন। এবার দেখবেন Send নামে যত text আছে তা show করছে। একদম নিচের লাইন দেখবেন “Send ” এটা কেটে দিয়ে আপনার ইচ্ছা মত দিন।


6) এভাবে আপনি যে বাটন Text edit করতে চান তা Search দিয়ে edit করে নিন।

7)  এই Apk দিয়ে আপনি এডিট করা App এর ভিতরে যে কোন ছবি Add করতে পারবেন।

8) এবার আপনি Save এ click করুন। কিছু সময় অপেক্ষা করুন।

9) এর পর install এর জন্য notification আসবে।এবার Install করুন আর উপভোগ করুন আপনার
Edit করা Apps.

বিদ্র: App install আগে দেখে নিন ঐ App install আছে কিনা। থাকলে uninstall করুন। তারপর আপনার edit করা App টি install করুন।

Apps টি ডাওনলোড করুন এখান থেকেঃ Download

Written  By:  Emran Jakir..

Edited  by: showvik 
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ