শিশু কিশোরদের জন্য জাফর ইকবালের নতুন ওয়েব পেজ
অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল শিশু-কিশোরদের জন্য বিভিন্ন ম্যাগাজিনে লিখতেন। তবে এখন সে সুযোগ কমে এসেছে। আর তাই তিনি নতুন একটি ওয়েব পোর্টাল উন্মুক্ত করেছেন।
ওয়েব সাইটটি প্রসঙ্গে তার নতুন ওয়েবসাইটে তিনি লিখেন, "এখন তো বাংলাদেশের প্রায় সবাই ইন্টারনেটে ঢু মারে, তোমাদের বয়সী ছেলেমেয়েদের জন্যে সেখানে বিশেষ কিছু নেই, তাই তোমাদের অনেকে ফেসবুকে সময় নষ্ট করো। (হ্যাঁ, ফেসবুক মানেই সময় নষ্ট!) ইন্টারনেটে যদি আমি 'তোমাদের জন্যে' একটা ওয়েব সাইট তৈরি করে সেখানে আমার লেখাগুলো পোস্ট করে দিই তাহলে কেমন হয়? তোমরা তাহলে সেগুলো পড়তে পারবে। শুধু তাই নয় যদি তোমাদের প্রশ্ন করার সুযোগ করে দিই তোমরা সেখানে প্রশ্নও করতে পারবে। আমিও তার উত্তর দিতে পারব।
ওয়েবসাইটের নাম mzi.rocks দেখে তোমরা নিশ্চয়ই হি হি করে হাসছ কিন্তু বিশ্বাস কর এটা ছাড়া আর কোনোটা খুঁজে পাওয়া গেল না! আমায় মেয়ে এই ওয়েব সাইটটা তৈরি করে দিয়েছে। এমন ভাবে এটা তৈরি করা হয়েছে যেন একটা স্মার্টফোন দিয়েই এটা দেখা যায়।"
ওয়েব অ্যাড্রেস www.mzi.rocks