- প্রযুক্তির কথা বলে

July 26, 2016

এক নজরে দেখে নিন এ পর্যন্ত রিলিজ হওয়া এন্ড্রয়েড ভার্শন ও তার নামসমূহ

আমরা কম বেশি সবাই এন্ড্রয়েড ব্যবহার করি। কিন্তু আমরা কি এর সবগুলো ভার্শনের নাম জানি? কি জানিনা তো??? হুম্ম, তাহলে চলুন দেখে নিই এ পর্যন্ত রিলিজ হওয়া সকল ভার্সন এর নামসমূহঃ

➥ Android 1.0 to 1.1 → Alpha

➥ Android 1.2 to 1.4 → Beta

➥ Android 1.5 → Cupcake

➥Android 1.6 → Donut

➥ android 2.0 to 2.1 → Eclair

➥Android 2.2 to 2.2.3 → Froyo

➥ Android 2.3 to 2.3.7 → Gingerbread

➥ Android 3.0 to 3.2 → Honeycomb

➥ Android 4.0 to 4.0.4 → Ice Cream Sandwich

➥ Android 4.1 to 4.3 → Jelly Bean

➥ Android 4.4 to 4.4.2 → Kitkat

➥ Android 5.0 to 5.2 → Lolipop

➥ Android 6.0 (Upcoming) → Marshmallow

এসব ভার্শন সবার জন্যই উন্মুক্ত। মজার কথা হলো এন্ড্রয়েডের সকল ভার্শনই Alphabetically রিলিজড। মানে,

A= Alpha
B= Beta
C= Cupcake
D= Donut
E= Eclair
F= Froyo
G= Gingerbread
H= Honeycomb
I= Ice Cream Sandwich
J= Jelly Bean
K= Kitkat
L= Lolipop
M= Marshmallow

অর্থাৎ, এন্ড্রয়েডের পরবর্তী ভার্সনটি আসবে N দিয়ে। কেউ কি বলতে পারেন কি হবে সেই ভার্সনটির নাম? জানা গেছে হতে এর পরবর্তী ভার্সনটি হতে পারে N= Noodles / Nutella

আর একটি মজার বিষয় হলো এন্ড্রয়েডের সকল ভার্সনই কোনো না কোনো মজাদার খাবারের নামে নামকরন করা হয়েছে। এসব খাবার যে কতটা মজাদার তা গুগলে সার্চ না দিলে বুঝা যায় না। যখনই কোনো নতুন ভার্সন আসে তাখনই আমাদের জন্য এন্ড্রয়েড নিয়ে আসে নতুন কোনো সুস্বাদু খাবারের বার্তা।

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ