- প্রযুক্তির কথা বলে

July 26, 2016

জেনে রাখুন অ্যান্ড্রয়েডের GPU সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য ..

GPU (Graphics Process UniT) : জিপিইউ হচ্ছে একটি স্পেশালাইজড ইলেকট্রিকাল সার্কিট .. যেটার কাজ হলো ডিভাইসের গ্রাফিক্স প্রসেস করা , সোজা ভাষায় স্ক্রিণে আপনি যা দেখেন সেটা খুব দ্রুত ও সাবলীলভাবে সরবরাহ করা .. এটার ক্ষমতার উপর নির্ভর করে আপনি কতটা সুন্দরভাবে ও ল্যাগ ছাড়া গেমিং করতে পারবেন , হাই রেজুলেশন ভিডিও প্লে করতে পারবেন এইসব বিষয়গুলি ..
অ্যান্ড্রয়েড ডিভাইসের স্পেসিফিকেশনে অনেক সময় লেখা থাকে Adreno 305 , Mali 400 , Mali 450 Mp4 , Mali 400 Mp , PowerVR SGX544 ইত্যাদি ..
এগুলো জিপিইউ এর মডেল , আর মডেলের পাশে MP দিয়ে নির্দেশ করা হয় জিপিইউ এর কোর সংখ্যা .. MP (Muli Processing) দিয়ে বোঝানো হয় একাধিক , জিপিইউর পাশে শুধু MP লেখা থাকলে বোঝানো হয় এর কোর সংখ্যা একাধিক কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি কয়টা কোর , একের বেশি তবে নির্দিষ্ট সংখ্যাটা বোঝানো জন্য MP এর পরে একটা সংখ্যা উল্লেখ করা হয় যেমন Mali 450 MP4 , মানে এর কোর সংখ্যা ৪ .. আবার অনেক সময় কোরগুলোর স্পিডও উল্লেখ করা থাকে যেমন Mali 400 Mp2 700Mhz , এর মানে হলো এই জিপিইউর কোর দুইটা ৭০০ মেগাহার্টজ গতিতে কাজ করবে ..
মনে প্রশ্ন জাগতে পারে , Adreno , Mali , PowerVr দিয়ে কি বোঝানো হয় ? Adreno হলো একটি সিরিজ আর Adreno305,306 ইত্যাদি এগুলো হলো ওই সিরিজের মডেল , Qualocomm কোম্পানী এগুলো প্রস্তুত করে ..
ঠিক তেমনি ARM® প্রস্তুত করে Mali সিরিজ ..
PowerVr,Broadcom , Geforce ULP এরাও নিজস্ব সিরিজ প্রস্তুত করে ..

এতক্ষনে নিশ্চয়ই মনে প্রশ্ন চলে এসেছে , কোন জিপিউ সেরা ? আসলে এর উত্তর এক কথায় দেয়াটা একটু কষ্টকর .. কারণ প্রতিনিয়তই একেক মডেল রিলিজ হচ্ছে পাশাপাশি এদের কোরসংখ্যা ও স্পিড এও রয়েছে ভিন্নতা .. তবে Adreno আর Mali সিরিজের জিপিইউগুলি বেশ জনপ্রিয় .. Adreno সিরিজের জিপিইউগুলি তুলনামূলকভাবে দামী , Mali সিরিজের জিপিইউগুলি একটু সস্তা .. Mali এর জিপিইউ গুলি বেশিরভাগই চাইনিজ মোবাইলে ব্যবহার করা হয় সহজলভ্য বলে , অন্যদিকে Adreno জিপিইউ বেশিরভাগই ব্যবহার করা হয় ব্র্যান্ডের মোবাইলগুলোতে তবে কিছু দামী চাইনিজ মোবাইলেও ব্যাবহার করা হয় .. ইদানিং Mali এর লেটেস্ট কিছু মডেল ব্যবহার করা হচ্ছে ব্র্যান্ডের মোবাইলগুলোতেও .. তাই এখন Adreno আর Mali সিরিজগুলির উপরেই ভরসা করা যায় , তবে লেটেস্ট মডেলগুলোই সবচেয়ে ভালো পারফর্ম্যান্স দেয় .. তাই বলে অন্যান্য কোম্পানীর সিরিজগুলি যে খারাপ তা কিন্তু নয় , PowerVr SGX544MP3 , PowerVr SGX544MP4,PowerVR G6200,PowerVR GX6450 এগুলোও বেশ নামকরা এবং কার্যকরী জিপিইউ ..
বিভিন্ন টেস্ট রেজাল্ট , অধিক ডিভাইসে/হাই এন্ড ডিভাইসে ব্যবহার করা হয়েছে এই ভিত্তিতে বর্তমান সময়ের সেরা কিছু জিপিইউর লিস্ট :
বি .দ্র. : একেক টেস্টে রেজাল্ট একেক রকম , নিচের লিস্টটি নির্দিষ্ট মডেলের সাথে অন্য নির্দিষ্ট মডেলের তুলনার জন্য নয় .. জানার সুবিধার্থে দেয়া হলো ..

1. Qualcomm Adreno 430
2. NVIDIA GeForce Tegra K1
3. PowerVR GX6450
4. Qualcomm Adreno 420
5. ARM Mali-T760MP8
6. PowerVR G6430
7. Qualcomm Adreno 330
8. PowerVR G6200
9. Mali T760 Mp4
10. Mali T760 Mp2
11. ARM Mali T760
12. ARM Mali-T628
13. PowerVR GSX 544 MP4
14. Mali T720
15. ARM Mali-T604
16. NVIDIA GeForce Tegra 4
17. PowerVR SGX543 MP4
18. Qualcomm Adreno 320
19. PowerVR SGX543 MP2
20. PowerVR SGX545
21. PowerVR SGX544
22. Adreno 306
23. Qualcomm Adreno 305
24. Qualcomm Adreno 225
25. ARM Mali-400 MP4
26. NVIDIA GeForce ULP (Tegra 3)
27. Broadcom VideoCore IV
28. Qualcomm Adreno 220
29. ARM Mali-400 MP2
30. NVIDIA GeForce ULP (Tegra 2)
31. PowerVR GSX540
32. Qualcomm Adreno 205
33. Qualcomm Adreno 203
34. PowerVR 531
35. Qualcomm Adreno 200

কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেইসবুক গ্রুপে প্রশ্ন করতে পারেন l
আমাদের ফেইসবুক গ্রুপ লিংক -  https://web.facebook.com/groups/android.hl/

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ