- প্রযুক্তির কথা বলে

July 26, 2016

আজকের পোস্টে মোবাইল স্ক্রীনে ব্যবহৃত সব ধরনের Protective glass সম্পর্কে জানানো হবে।

►►► পোস্ট পরিচিতি
►►► Screen Resistive Glass/Screen Protection >

► ফোনের ডিসপ্লের উপর আলাদা আরেকটা গ্লাস থাকে যাকে রেসিস্টিভ গ্লাস বলে। এটা সাধারনত নরমাল গ্লাস বা Soda Lime Glass দেয়া থাকে তবে দামী ফোনে ব্যতিক্রম আছে। আর প্রটেকশন বাড়াতে যেয়ে এই গ্লাসে অনেক সিস্টেম ব্যবহার করা হয়। যেমন,
> Scrach proof > এর মানে হল আপনি যত চেষ্টাই করেন না কেন এই গ্লাসে দাগ ফেলতে পারবেন না।
> Scrach resistant glass > একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত এই গ্লাসে দাগ পরবে না। তবে স্বাভাবিক কাজে কর্মে এতে দাগ পরবে না।
> Shatter Proof Glass > যেসব গ্লাস হাত থেকে পরে গেলেও ফাটল ধরে না বা ভাঙ্গে না সেগুলোকে Shatter Proof Glass বলে।

►► Fussed Silica > সাধারন গ্লাসের চেয়ে বেশী শক্ত এই গ্লাস কমদামী সেট গুলোতে সাধারনত দেয়া হয়। এটা এর কম্পেটিটর অন্য গ্লাস থেকে অনেক কম যোগ্যতা সম্পন্ন।

►► Soda Lime Glass > এটি Fussed Silica এর চেয়ে কিছুটা অধিক শক্ত কিন্তু অন্য গুলো থেকে কম।

►► Corning Gorilla Glass > ডিসপ্লের উপরের নরমাল গ্লাসে সহজেই নখের বা অন্য কিছুর দাগ পরে যায় এবং ভেঙ্গে যায় তাই আমেরিকান Corning নামের কোম্পানি Gorilla নামের এমন গ্লাস তৈরি করেছে যা অনেক মজবুত তাই সহজে ভাঙ্গে না বা দাগ পরে না। এর দাম একটু বেশী তাই দামী ফোনেই এটা দেয়া হয়। গরিলা গ্লাসের কয়েকটা ভার্সন আছে । যেমন গরিলা গ্লাস ২, ৩ , ৪ এমন। ভার্সন যত বেশী গ্লাশ এর কোয়ালিটি ততো ভাল যেমন পাতলা, শক্ত, কম খরচ এসব।

►► Xensation Glass > জার্মান কোম্পানি Schott এর তৈরি এই গ্লাস গরিলা গ্লাস ২ এর চেয়ে ২০% বেশী Shatter Proof তবে গরিলা ৩, ৪ থকে কম।

►► Sapphire Glass > GT Advanced Technology এর তৈরি এই গ্লাস গরিলা গ্লাসের চেয়ে ৪ গুন বেশী শক্ত এবং আরও বেশী scrach রেজিস্টেন্ট তবে একটু ভঙ্গুরতা বেশী আর দেড় গুন বেশী ওজন। এছারাও এটা তৈরি করতে ৪ গুন খরচ বেশী পরে। এটা প্রাকৃতিকভাবে পাওয়া যায়। এটা একটু কম উজ্জ্বল হয় কারন এর ভিতর দিয়ে আলো একটু কম পাস হতে পারে। উল্লেখ্য যে ডায়মন্ডের পর Sapphire ই পৃথিবীর সবচেয়ে শক্ত ক্রিস্টাল।

►► Dragontrail Glass > জাপানের Asahi glass co. এর তৈরি এই গ্লাস গরিলা গ্লাস এর উপাদান মানে alkali-aluminosilicate sheet glass দিয়েই তৈরি তবে ভিন্ন প্রসেসে। এটা গরিলা গ্লাস ২ এর চেয়েও ভালো কিন্তু ৩ এর চেয়ে খারাপ।

►► OGS (One Glass Solution) Technology > ফোনের ডিসপ্লের উপর একটা টাচ সেনসিটিভ প্যানেল দেয়া থাকে যাতে টাচ সেন্সর দেয়া থাকে বলে টাচ করলে কাজ করে। এই প্যানেলের উপরে গ্লাস বা গরিলা গ্লাস দেয়া হয়। ফলে এই দুই জিনিস মিলে ফোন মোটা হয়ে যায়। তাই Corning কোম্পানিই আরেকটা গ্লাস বের করে যা একই সাথে উপরের কাভার গ্লাস হিসেবে কাজ করবে এবং এতেই টাচ সেন্সর দেয়া থাকবে ফলে ফোন অনেক স্লিম বা পাতলা হবে আর এটাকেই OGS টেকনোলজি বলে।

►► Oleophobic Coating > আঙ্গুল দিয়ে টাচের সময় আঙ্গুলের বা ফোনে কথা বলার সময় গালের ঘাম বা তেল লেগে ফোনের স্ক্রীনে তৈলাক্ত দাগ পরে যা সবাই দেখেছেন। এবং অনেক বিরক্তিকরও। এই সমস্যার সমাধান হিসেবে Fluropolymer ধরনের এক প্রকার কঠিন পদার্থ স্ক্রীন এর উপরে লাগিয়ে দেয়া হয়। এই পদার্থকেই বলে Oleophobic পদার্থ যা মানে হল Afraid Of Oil.এটা থাকলে স্ক্রীনে পানি, ঘাম বা তেল লাগতে পারে না ফলে স্ক্রীনে এসবের দাগ পরে না বা অন্য ময়লা বা ধুলাবালিও লাগতে পারে না।

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ