- প্রযুক্তির কথা বলে

July 27, 2016

নতুন গেমিং গ্রাফিক্স কার্ড জিফোর্স জিটিএক্স ৯৫০ বাজারে

বিশ্বের অন্যতম প্রযুক্তিপণ্য নির্মাতা আসুস গেমারদের জন্য নিয়ে এলো অত্যাধুনিক মিলিটারি গ্রেড কোয়ালিটির গ্রাফিক্স কার্ড ‘আসুস এসেলন জিফোর্স জিটিএক্স ৯৫০ টিআই।
পিসিআই এক্সপ্রেস ৩.০ বাস স্ট্যান্ডারের এ গ্রাফিক্স কার্ডটির ইঞ্জিন ক্লক ১৩১৭ মেগাহার্জ ও মেমরি ক্লক ৭২০০ মেগাহার্জ যা অন্যান্য গ্রাফিক্স কার্ড থেকে দ্রুততর কর্মক্ষমতার নিশ্চয়তা দেয।

বিশ্বের অন্যতম প্রযুক্তিপণ্য নির্মাতা আসুস গেমারদের জন্য নিয়ে এলো অত্যাধুনিক মিলিটারি গ্রেড কোয়ালিটির গ্রাফিক্স কার্ড ‘আসুস এসেলন জিফোর্স জিটিএক্স ৯৫০ টিআই। পিসিআই এক্সপ্রেস ৩.০ বাস স্ট্যান্ডারের এ গ্রাফিক্স কার্ডটির ইঞ্জিন ক্লক ১৩১৭ মেগাহার্জ ও মেমরি ক্লক ৭২০০ মেগাহার্জ যা অন্যান্য গ্রাফিক্স কার্ড থেকে দ্রুততর কর্মক্ষমতার নিশ্চয়তা দেয।
শূন্য (০) ডেসিবলের শব্দহীণ পরিবেশ বজায় রাখার জন্য রয়েছে ট্রিপল উইঙ্গ ব্লেড এবং স্ট্রিক্স জিপিউ ফরটিফায়ার যা গ্রাফিক্স প্রসেস ইউনিটকে সংরক্ষণ করে।ওপেন জি এল ৪.৫ সমর্থিত, ২ জিবি জিডিডিআর৫ ভিডিও মেমরী সম্পন্ন এই গ্রাফিক্স কার্ডটি ৪০৯৬*২১৬০ রেজ্যুলেশন প্রদান করতে পারে যার ডাইমেনশন ৮.৭" x ৪.৯" x ১.৫" ইঞ্চি এইচডিসিপি সাপোর্ট সম্পন্ন এই গ্রাফিক্স কার্ডে আরো রয়েছে ১টি ডিভিডিআই আউটপুট , ১ টি এইচডিএমআই আউটপুট, ১টি ডিসপ্লে পোর্ট।
গেমারদের চাহিদা অনুযায়ী এ গ্রাফিক্স কার্ডটি দুর্দান্ত ও দ্রুতগতির গেমিং পারফরম্যান্সের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। সর্বোচ্চ কুলিং ক্ষমতাসম্পন্ন এ গ্রাফিক্স কার্ডটির মূল্য রাখা হয়েছে ১৯,৬০০ টাকা। বাংলাদেশে আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ