- প্রযুক্তির কথা বলে

July 27, 2016

ইয়াহুকে ৪.৮ বিলিয়ন মার্কিন ডলারে কিনে নিল ভেরাইজন

ইয়াহু’র প্রধান নির্বাহী মারিসা মেয়ার বলেন, ‘ইয়াহু এমন একটি প্রতিষ্ঠান যা বিশ্বকে পরিবর্তন করে দিয়েছে। ভেরাইজন এবং এওএল এর সাথে সম্মিলিতভাবে প্রতিষ্ঠানটি পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখবে।’

(মার্কিন ইন্টারনেট ফার্ম ইয়াহুকে প্রায় ৫ (৪.৮) বিলিয়ন মার্কিন ডলার মূল্যে কিনে নিয়েছে আরেক মার্কিন টেলিকম প্রতিষ্ঠান ভেরাইজন কমিউনিকেশনস। ভেরাইজন গত বছর এক সময়কার ইন্টারনেট কাঁপানো গণমাধ্যমে এওএল অধিগ্রহণ করে। ইয়াহু এওএল’র সাথেই সম্মিলিত হবে।

তবে এই চুক্তির সাথে চীনা ফার্ম আলিবাবা’তে থাকা ইয়াহুর মূল্যবান শেয়ারগুলো অন্তর্ভূক্ত নয়। তবে ইয়াহুর এই মূল্য ২০০৮ সালে মাইক্রোসফটের দেওয়া ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাবের কাছে একেবারেই নস্যি। আর ডট.কম যুগের প্রথমদিকে ইয়াহুর বাজারদর ছিল ১২৫ বিলিয়ন মার্কিন ডলার। ভেরাইজন জানায়, ইয়াহুর মূল ইন্টারনেট ব্যবসায় থাকা মাসপ্রতি অন্তত ১ বিলিয়ন সক্রিয় গ্রাহক প্রতিষ্ঠানটিকে গ্লোবাল মোবাইল মিডিয়া প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করবে।

ইয়াহু’র প্রধান নির্বাহী মারিসা মেয়ার বলেন, ‘ইয়াহু এমন একটি প্রতিষ্ঠান যা বিশ্বকে পরিবর্তন করে দিয়েছে। ভেরাইজন এবং এওএল এর সাথে সম্মিলিতভাবে প্রতিষ্ঠানটি পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখবে।’ ইয়াহু কর্মীদের ইমেইল মারফত মেয়ার জানান, তিনি ইয়াহুতে থাকার পরিকল্পনা করছেন। ইমেইলে তিনি লেখেন, ‘আমি ইয়াহু ভালোবাসি আর আমি তোমাদের সবাইকে বিশ্বাস করি।’ ইয়াহুর পরবর্তী অধ্যায় দেখাটা আমার জন্য গুরুত্বপূর্ণ।’

২০১৭ সালের আগ পর্যন্ত সম্পূর্ণরূপে ইয়াহুর কর্তৃত্ব নিতে পারবে না ভেরাইজন। তবে অনেকেই ইয়াহু ব্রান্ড বিলুপ্ত হওয়ার ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন। স্ট্রাটেজি অ্যানালাইটিকসের পরিচালক মাইকেল গুডম্যান বলেন, ’এটাই সবচেয়ে বড় প্রশ্ন: ব্রান্ডগুলো নিয়ে তারা কী করতে যাচ্ছে?’

সূত্র: বিবিসি, সিএনএন

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ