- প্রযুক্তির কথা বলে

July 27, 2016

উন্মুক্ত হল ব্ল্যাকবেরির দ্বিতীয় অ্যান্ড্রয়েড স্মার্টফোন

কানাডিয়ান প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি তাদের দ্বিতীয় অ্যান্ড্রয়েড স্মার্টফোন উন্মুক্ত করেছে। ডিটিইকে৫০ মডেলের এই ফোনটি সার্চ জায়ান্ট গুগলের জনপ্রিয় সফটওয়্যার এবং নিজেদের সিকিউরিটি ফিচারের চমৎকার সমন্বয়। প্রতিষ্ঠানের দাবি, এটিই পৃথিবীর সবচেয়ে নিরাপদ অ্যান্ড্রয়েড স্মার্টফোন।
কানাডিয়ান প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি তাদের দ্বিতীয় অ্যান্ড্রয়েড স্মার্টফোন উন্মুক্ত করেছে। ডিটিইকে৫০ মডেলের এই ফোনটি সার্চ জায়ান্ট গুগলের জনপ্রিয় সফটওয়্যার এবং নিজেদের সিকিউরিটি ফিচারের চমৎকার সমন্বয়। প্রতিষ্ঠানের দাবি, এটিই পৃথিবীর সবচেয়ে নিরাপদ অ্যান্ড্রয়েড স্মার্টফোন।
৫.২ ইঞ্চি টাচস্ক্রিনের এই স্মার্টফোন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি ও নেদারল্যান্ডস এ অনলাইনে প্রিঅর্ডার করা যাবে। দাম নির্ধারণ করা হয়েছে ২৯৯ মার্কিন ডলার। প্রতিষ্ঠানটি জানায়, এই ডিভাইসটিতে অন্য কেউ ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করলে ফোনের মালিককে তা দূর থেকেই অ্যালার্ট দিতে সক্ষম।
ফোনটির ফিচারে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৭ প্রসেসর, ৩ জিবি র্যাম, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাথে ফ্ল্যাশ। অ্যান্দ্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে চলা এই স্মার্টফোন ব্যাকআপের জন্য রয়েছে ২,৬১০ এমএএইচ ব্যাটারি।
সুত্রঃ দ্য ভার্জ
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ