- প্রযুক্তির কথা বলে

July 12, 2016

বানিয়ে ফেলুন CWM Recovery...

আসসালামুআলাইকুম , আল্লাহর রহমতে আশাকরি
সবাই ভালো আছেন । কথা না বাড়িয়ে কাজের
কথায় আসি ,
অনেক খোজাখুজি করেও যারা নিজের Device এর
জন্য custome Recovery(CWM,TW
RP,Phliz etc) পান নাই
পোষ্টটা শুধু তাদের জন্য।
এই পোষ্টে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে
নিজের Device এর জন্য custome Recovery বানাবেন।
যা-যা লাগবে
1.Rooted Device
2.Computer
3.MTK Dorid Tools(letest)
4.Brain
Note: আপনার ফোনটি অবশ্যই Root হতে হবে।Root করা
না থাকলে হবে না।
প্রথমে এখান থেকে MTK dorid tools টা Download
করে নিন:
http://download690.mediafire.com/
9h6udfn0vn7g/
w55w2j3l18nt1ws/Mtk_Droid_Tool_v
2.5.3.rar
কিভাবে করবেন?MTK Dorid Tools টা install করার পর software টা open
করেন।
Driver install করেন আর Device এর Developer option
থেকে USB Dudging enable করে দিন।
এবার আপনার Device টা ক্যাবল দিয়ে pc এর সাথে
connect করেন।
Connect হলে নিটে বাম পাশে একটা হলুদ চিহ্ন
আসবে আর Device Root করা থাকলে হলুদ চিহ্ন এর
জায়গায় সবুজ চিহ্ন আসবে।
এবার Root,Backup,Recovery এই window তে যান।
তারপর Recovery And Boot এ click করেন দুটো option
আসবে আপনি use boot from phone এটিতে click
করবেন ।
আপনার Device এ একটা poopup window আসবে and
permission চাবে আপনি ok press করবেন।
তারপর pc তে আবার confirm হতে বল্লে আপনি ok তে
press করবেন।
Install হবার পর device টি recovery তে যেতে
permission চাবে আবার ok press করে recovery তে
যান।
আর device এর Backupটি নিতে অবশ্যই ভুলবেন না ।
.
N:B কোন রকম ভূল এর কারনে আপনার device এর কোন ক্ষতি হলে আমি সহ গ্রুপের কেউ দায়ি
থাকবে না ।
Written By,, sabbir Hasan Munna

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ