- প্রযুক্তির কথা বলে

July 15, 2016

এবার facebook messenger দিয়ে সকল ধরণের ফাইল (apk,pdf,zip,text, etc.) পাঠান।

প্রথমে  দুটি পেইড অ্যাপ(ZArchiver Pro, ADM Pro) ডাউনলোড করে নিন। আপনাদের আমি দুটি অ্যাপই ফ্রিতে দিচ্ছি। যাদের নেই তারা ডাউনলোড করে নিন।
এক্ষেত্রে ZArchiver Pro ফাইল পাঠানোর কাজে আর ADM Pro কোন ফাইল mesenger থেকে ডাউনলোড করার সময় কাজে লাগবে।

1. Download ADM pro.apk

2. Download Zarchiver pro.apk

যেভাবে ফাইল সেন্ড করবেনঃ

1. ZArchiver অ্যাপটি ওপেন করুণ।


2. আপনি যে ফাইলটি সেন্ড করতে চান সেটি সিলেক্ট করুন।


3. এবার আপনার কাঙ্খিত ফাইলটিকে চেপে ধরুন।

4. তাহলে দেখবেন অনেকগুলো অপশন। নিচ থেকে Share বাটনে ক্লিক করুন।


5. এবার ওখান থেকে messenger বের করে ক্লিক করুন।


6. এখন যাকে পাঠাতে চান তার নামের আইকনে ক্লিক করুন।


7. সবশেষে send করুন।

 

এখন প্রশ্ন, ফাইল পাঠানো শেষ কিন্তু আপনি যযাকে পাঠালেন সে এটা ডাউনলোড করবে কিভাবে??
ভিকটিম আপনার ফাইলে ক্লিক করা মাত্রই ADM pro অ্যাপটি ওপেন হবে। আর সে Start বাটনে ক্লিক করা মাত্রই Download হবে।


Finally Download Complete.



আসা করি স্ক্রীণশট দেখে বোঝাটা আপনার জন্যে সহজ হবে। আজ এ পর্যন্তই।

Posted By:  Showvik neo
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ