- প্রযুক্তির কথা বলে

August 26, 2016

নতুন মিড রেঞ্জ ফোন Oppo A37 নিয়ে কিছু কথা

কিছুদিন হল বাজারে এসেছে অপ্পোর নতুন স্মার্টফোন oppo a37 । সুন্দর ডিজাইন, ভাল মানের ইউজার ইন্টারফেস ,ক্যামেরা ইত্যাদির বিবেচনায় লোয়ার মিডরেন্জের স্মার্টফোনগুলোর মধ্যে বর্তমানে এটিকে অন্যতম সেরা বলা চলে।ফনেটিতে অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে ANDROID 5.1 lolipop এবং colour os ৩.০ ।এছাড়া রয়েছে 8 mp rear এবং 5 mp front camera। চলুন এক নজরে দেখে নেই oppo a 37 এর full  specifications:

ডিজাইন: এটি একটি fully metal build smartphone.যা দেখতে অনেকটা আইফোনের মত।

 নেটওয়ার্ক:  উভয় সিমেই টুজি,থ্রিজি এবং ফোরজি সাপোর্ট করবে আর সিম স্লট হিব্রিড নয় তাই ২ সিম আর মেমোরি কার্ড একি সাথে চালাতে পারবেন ।

ব্যাটারি :  ২৬৩০ mah  non-removal ব্যাটারি ব্যবহার করা হয়েছে ডিভাইসটিতে ।হেভি ইউজে ৬-৭ ঘন্টা ব্যাকাপ পাবেন ইউজাররা।এছাড়া মডারেট ইউজে এক থেকে দেড় দিন পর্যন্ত ব্যাকাপ পেতে পারেন

 ওজন:  ডিভাইসটি খুবই হালকা।মাত্র ১৩৬ গ্রাম..

ক্যামেরা: মূল ক্যামেরা হচ্ছে ৮ মেগাপিক্সেল।যাতে রয়েছে অটোফোকাস,f/2.0 aperture.face detection,HDR,panorama mode,1/3.2 sensor size,1.4 jum pixel size.ফ্রন্ট ক্যামেরা হল ৫ মেগাপিক্সেলের।যাতে রয়েছে f/2.4 aperture,1/4 sensor size.ফলে ভালো মানের সেলফি তোলা যাবে।


 প্রোসেসর,Ram ,জিপিউ :  ডিভাইসটিতে রয়েছে ১.২ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর এবং ২:জিবি ram.সাথে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪১০ চিপসেট।ফলে ডিভাসটির পারফরমেন্স নিয়ে আর চিন্তা করতে হবে না।
সঙ্গে Adreno 306 জিপিউ থাকায় গেমিং পারফরমেন্স হবে আরো দারুন। ডিসপ্লে:৫.০ ইন্ঞি আইপিএস ডিসপ্লের সাথে রয়েছে Corning gorila glass 4 protection.যার পিক্সেল ডেনসিটি ২৯৪ পিপিআই।

 রম:  ডিভাইসটির অভ্যন্তরীণ মেমোরি ১৬ জিবি যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্তু বাড়ানো যাবে।

ওএস এবং ইউয়াই: ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ব্যবহার করা হয়েছে।তবে এটি স্টক ইউআই নয়।ইউয়াই হিসেবে ব্যবহার করা হয়েছে colour os 3.0।
 সেন্সর:ডিভাইসটিতে বেশ কিছু প্রয়োজনীয় সেন্সর রয়েছে।যেমন:accelerometer,proximity,compass sensor
Colour ui: Colour ui 3.0 হচ্ছে oppo এর নিজস্ব ইউজার ইন্টারফেস।যেমন:samsung এর touchwiz বা xiomi এর MIUI.তবে colour os বর্তামানে প্রচলিত যেকোনো UI এর চেয়ে অধিক গতিসম্পন্ন। এতে রয়েছে স্ক্রীন অফ রেখে ভিডিও শুট করার সুবিধা ,  gesture ব্যাবহার করে যে কোন এপ্স ওপেন করার সুবিধা, ভয়েজ এর মাধ্যমে টাইপিং সুবিধাও আপনার ভাল লাগবে ।

  দুর্বলতা:তেমন কোনো দুর্বলতা চোখে পড়ে নি।তবে android verson মার্শম্যালো দিলে ভালো হত।প্রসেসর    ১.৫ ghzদিলে আরো ভালো পারফরমেন্স পাওয়া যেত।কিন্তু দাম অনুযায়ী মানানসই।

মূল্য: দেশের বাজারে এটির দাম পড়বে ১৬৯০০ টাকা।

লিখেছেন ঃ স্বাধীন 

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ