- প্রযুক্তির কথা বলে

August 27, 2016

ক্রেডিট কার্ড ছাড়া কিভাবে iTunes ব্যাবহার করবেন।

ভিসা / ক্রেডিট কার্ড ছাড়া আই ফোন চালানো অসম্ভব, কারন অ্যাপ,গান, মুভি সবই কেনা লাগে।  কিন্তু আই টিউন্স থেকে কিছু অ্যাপ ফ্রি ডাউনলোড করা যায়।  তবে এ ক্ষেত্রেও অ্যাপেল আই ডি তে পেমেন্ট মেথড অ্যাড করা লাগে।  এবার দেখুন কিভাবে এটা ছাড়াই আই টিউন্স চালু করবেন।

১। সেটিং থেকে আই টিউনস& অ্যাপ স্টোর এ যান।

২। অ্যাপল আই ডি তে টাপ করুন, তারপর View Apple ID  তে tap করুন।  সাইন ইন করা না থাকলে করুন। 



৩।এবার, পেমেন্ট অপশনে ট্যাপ করুন। 

৪। পেমেন্ট  ব্যবস্থা সরানোর জন্য, None অপশন সিলেক্ট করুন।


৫। এবার ডান ট্যাপ করুন। 
তাহলেই রিমুভ হয়ে যাবে ,আর আপনি নিশ্চিন্তে iTunes  চালাতে পারবেন ।

লিখেছেন -  Sabbir hasan munna 
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ