- প্রযুক্তির কথা বলে

August 28, 2016

পিসিতেও ব্যবহার করুন ফ্রি ইন্টারনেট (browse free internet from your computer)

আমরা জানি বিশ্বের বিভিন্ন দেশে চালু হয়েছে জুকারবার্গের ফ্রি ইন্টারনেট internet.org। এটা মোবাইলে ব্যবহার করা যায়। কিন্তু পিসিতে ব্যবহার করা যায় না। আজ আমি আপনাদেরকে শিখাবো কীভাবে পিসি দিয়েও এটা ব্যবহার করা যায়।

যা যা লাগবে:
১। একটি ইউ, এস, বি মোডেম অথবা (রবি সিম যুক্ত মোবাইল দিয়ে hotspot on করে ব্যবহার করা যাবে )
২। একটি রবি সিম।
৩। একটি মজিলা ফায়ারফক্স ব্রাউজার।
কার্যপ্রণালী : 
*প্রথমে আপনার ব্রাউজারটি ওপেন করুন। তারপর ফায়ারফক্সের এড্রেসবারে লিখুন about:config
*তারপর ক্লিক করুন I promise.
*এবার উইন্ডোজের উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করুন New>string.
*Preference নাম দিন:   general.useragent.override
*তারপর ভ্যালু দিন:  Mozilla/5.0 (iPhone; U; CPU iPhone OS 3_0 like Mac OS X; en-us) AppleWebKit/528.18 (KHTML, like Gecko) Version/4.0 Mobile/7A341 Safari/528.16
 ব্যাস কাজ শেষ এবার আপনি internet.org তে গিয়ে তালিকাভুক্ত সব গুলো ওয়েবসাইট ফ্রি ব্রাউস করতে পারবেন ।
প্রধান সীমাবদ্ধতা ও সমাধান :
আবার ফায়ারফক্সকে স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসতে চাইলে about:config এ যান। সার্চ করুন general.useragent.override আর reset করে দিন। তবে বার বার এই ঝামেলা করার চেয়ে firefox এর পোর্টেবল কোনো ভার্সন কে customize করে রাখুন আর ব্যবহার করুন l  পোর্টেবল firefox ডাউনলোড লিংক : http://download.cnet.com/Mozilla-Firefox-Portable/3000-2356_4-10437430.html

যেসব সাইট ফ্রি ব্রাউজ করতে পারবেন:
১। ফেইসবুক
২। প্রথম আলো
৩। বিডি জবস্‌।
৪। বিডি নিউজ ২৪.কম।
৫। গার্ল ইফেক্ট
৬। সরকারী বিভিন্ন সেবা।
৭। আরও অনেক কিছু।
কোনো কিছু না বুঝলে আমাদের ফেইসবুক গ্রুপে জানাতে পারেনl আমাদের  ফেইসবুক গ্রুপ  Link

(সংগৃহিত ও পরিমার্জিত )
Screenshot of free browsing:





 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ