- প্রযুক্তির কথা বলে

September 09, 2016

অস্ট্রেলিয়ায় প্লেনে নিষিদ্ধ নোট ৭

গ্যালক্সি নোট ৭-এর অগ্নি আর বিস্ফোরণ ঝুঁকির ধাক্কা ভালোভাবেই লাগতে যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের গায়ে। এবার এই হ্যান্ডসেট নিয়ে প্লেনে ওঠা নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়ার তিন এয়ারলাইন সংস্থা।

ব্যাটারি থেকে আগুন জ্বলে ওঠার কারণে ফ্লাইটে যাত্রীদের এই ফোনটির ব্যবহার বা চার্জ দেয়ার নিষেধাজ্ঞা দিয়েছে, জানিয়েছে রয়টার্স।

কোয়ান্টাস, জেটস্টার আর ভার্জিন অস্ট্রেলিয়া- দেশটির এই তিন এয়ারলাইন জানিয়েছে, এভিয়েশন কর্তৃপক্ষ থেকে নোট ৭ ব্যবহারে সরাসরি কোনো বাঁধা দেওয়া হয়নি। তবে, পূর্ব সতর্কতা কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কেননা স্যামসাং নিজেই বিশ্বের দশটি বাজারে এই ডিভাইস ব্যবহারীদের হাত থেকে ফেরত নিচ্ছে।

গ্যালাক্সি নোট ৭-এর এখন পর্যন্ত ২৫ লাখ হ্যান্ডসেট বিক্রি হয়েছে। ৮৮৫ ডলারের এই হ্যান্ডসেট চার্জ দেয়ার সময় ব্যাটারি থেকে আগুন লেগে যায়, স্যামসাংয়ের ‘রিকল’ বা নোট ৭ ডিভাইসগুলো ফেরত নেওয়ার সময় এই তথ্য দেয়া হয়।

কোয়ান্টাস-এর মুখপাত্র এক ইমেইলে বলেন, “স্যামসাং অস্ট্রেলিয়ার নোট ৭ ফেরত নেওয়াকেই আমরা অনুসরণ করে যাত্রীদের এই ব্যক্তিগত ডিভাইসগুলোকে বন্ধ রাখা এবং ফ্লাইটে চার্জ না দেওয়ার অনুরোধ করেছি।"

স্যামসাং অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, তারা ‘রিকল’-এর প্রেক্ষিতেই রেখেই কোয়ান্টাস এবং ভার্জিন অস্ট্রেলিয়ার সঙ্গে সংযুক্ত হয়েছে।
#স্বধীন
(সংগ্রহীত)

Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ