নিয়ে নিন অ্যান্ড্রয়েডের জন্য চমৎকার একটি লাঞ্চার
অনেক স্মার্টফোনেরই ডিফল্ট লাঞ্চারের টাস রেসপন্স স্লো বা লুকিং সাদামাটা ৷ লুকিং স্টাইলিশ করতে অনেকে থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করেন,যেটা আপনার ডিভাইসটিকে আরো স্লো করে দেয় ৷ আজ আপনাদের এমন একটা লাঞ্চারের সাথে পরিচয় করিয়ে দিবো,যেটা আপনাকে গর্জিয়াস লুকিং এবং স্পিডি পারফর্মেন্স দুই'ই দিবে ৷
প্রথমে এখান থেকে অ্যাপসগুলো ডাউনলোড করে নিন ৷
(১)Nova launcher
(২)Meltdown icon pack
ইনস্টলমেন্টের পর setting ->home->nova launcher এ্যাকটিভ করে নিন ৷
এবার অ্যাপ ড্রয়ার থেকে খুজে বের করে রান করেন ৷
এবার Go To Look and Feel->icon theme->total meltdown সিলেক্ট করেন ৷
গর্জিয়াস লুকিং এবং স্পিডি পারফরমেন্সের জন্য এটুকুই যথেষ্ট ৷এছাড়াও আপনি সেটিংসে পছন্দমাফিক পরিবর্তন আনতে পারেন ৷ কিন্তু কেউ যদি চান স্মার্টফোনটিকে আরো স্মার্ট করতে,রয়েছে সে ব্যবস্থাও ৷
Nova Setting->Gesture And Input->Gesture এ গিয়ে বিভিন্ন স্মার্ট gesture ,যেমন:স্ক্রীন লক,ডিরেক্ট কল/মেসেজ,অ্যাপ ড্রয়ার,সিলেক্টেড অ্যাপস,রিসেন্ট প্যানেল ইত্যাদি অ্যাড করতে পারবেন ৷ এটার মাধ্যমে আপনার প্রয়োজনীয় অ্যাপস/টাস্কের কুইক অ্যাক্সেস পাবেন ৷ কোথাও বুঝতে সমস্যা হলে জানাতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে ৷
লিখেছেন:আল_ইমরান