কোনো সফটওয়্যার ছাড়াই লক করে রাখুন আপনার পেনড্রাইভ
পেনড্রাইভের সুরক্ষার জন্য পাসওয়ার্ড ব্যবহার করেন অনেকে। আর এজন্য পোহাতে হয় অনেক সমস্যা। কিভাবে পেনড্রাইভ এ পাসওয়ার্ড দিতে হয় তা নিয়ে এই টিউন।
কার্যপদ্ধতি :
*প্রথমে মাই কম্পিউটারে ঢুকে পেনড্রাইভের ওপর রাইট বাটন ক্লিক করুন।
* এবার ক্লিক করুন Turn on BitLocker লেখা অংশে। এরপর Use a Password to unlock the drive অংশে টিক চিহ্ন বসিয়ে Type your Password ঘরে ইচ্ছামত পাসওয়ার্ড বসান (সর্বনিন্ম ৮ সংখ্যা ) Retype your Password লেখা ঘরে একই পাসওয়ার্ড দিয়ে Next লেখা অংশে ক্লিক করুন।
*এবার Save the Recovery key to a file লেখা অংশে ক্লিক করে ফাইলটি সেভ করুন। এরপর Use Encrypting বাটনে ক্লিক করে ১০০ শতাংশ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
* এবার কম্পিউটার থেকে পেনড্রাইভটি খুলে আবার প্রবেশ করালে দেখাবে পেনড্রাইভটি লক হয়েছে।
পেনড্রাইভে কিভাবে লক করতে হয় তা দেখেছেন,এখন কিভাবে পেনড্রাইভের লক খুলবেন দেখে নিন :
প্রথমে মাই কম্পিউটারে ঢুকে পেনড্রাইভের ওপর রাইট বাটন ক্লিক করে Man as Bit locker এ যাবেন, যাওয়ার পর ওইখানে কিছু অপশন দেখতে পাবেন, ওই অপশন গুলোর ভিতর Turn off bit locker আছে। এই অপশন ইউজ করে আপনে পেনড্রাইভের লক খুলতে পারবেন।
লিখেছেন - ইমরান জাকির।