যেভাবে Poweramp আজীবন ফ্রি ব্যবহার করবেন। ( Poweramp Free for lifetime )
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার এবং অনেকের মতে Poweramp হল সবথেকে ভালো মিউজিক প্লেয়ার। এটাতে অন্য যেকোনো মিউজিক প্লেয়ার এর তুলনায় অনেক বেশি ফিচার রয়েছে। কিন্তু প্রধান সমস্যা হলো এটির ট্রায়াল ভার্সন ১৫ দিনের বেশি ব্যবহার করা যায় না। ১৫ দিন পর একটি পেইড Apk দিয়ে এটার লাইসেন্স ভেরিফিকেশন করতে হয়। গুগলে এই পেইড এ পি কে পাওয়া যায় তবে এটাতে কাজ হয় না। এটার জন্য প্যাচ সহ অনেক ঝামেলা আছে।
আজ দেখাবো কিভাবে এই পাওরএম্প ফ্রিতে চালাবেন।
যা যা লাগবেঃ
১। Poweramp Apk.
২। Es File explore.
কার্যপদ্ধতিঃ
১। পাওরএম্প এপিকে টা কে এক্সট্রাক্ট করুন ই এস ফাইল এক্সপ্লোরার দিয়ে।
২। এখন যেখানে ফাইল গুলা জমা হইসে ওই ফোল্ডারে "license" লিখে সার্স দিলে দেখবেন ২ টা ফাইল আসবে।
৩। এখন ফাইল দুটি ডিলিট করুন।
৪। এবার অবশিষ্ট যে ফাইল গুলা থাকবে সেগুলা সব সিলেক্ট করে কম্প্রেস করুন।
৫। এখন একটা জিপ ফাইল পাবেন। এবং ওই জিপ ফাইল বাদে অন্য গুলা ডিলিট করে দিন।
৬। সর্বশেষ জিপ টা কে রিনেইম করে এক্সটেনশন ".apk" লিখুন।
এবং ইন্সটল করুন।
NB: দু একবার পপ আপ উইন্ডো তে এরর রিপর্ট আসতে পারে। ওখানে নেভার অপশনে টাপ করবেন।
ভালোলাগলে শেয়ার করবে, নিয়মিত ভিজিট করবেন নতুন পোস্ট এর জন্য।
ধন্যবাদ।