অফলাইনেই ব্যবহার করুন গুগল ম্যাপস(How to use Google maps on offline)
নতুন কোথাও যাচ্ছেন ৷ জায়গাটা অপরিচিত , নেটওয়ার্কিং ব্যবস্খা সম্পর্কেও ধারনা নেই ৷ এমন যদি হয়,ডেটা ছাড়াই জায়গাটা সম্পর্কে বিস্তারিত খোজখবর নিতে পারেন?খুব একটা মন্দ হয় না,কী বলেন ? এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছেন ,অফলাইন ম্যাপের কথা বলছি ৷ হ্যা, প্রথমে এখান থেকে offline map অ্যাপসটি ডাউনলোড করে নিন ৷এবার নিচের ধাপগুলো অনুসরণ করেন::>
⇉প্রথমে রান করে অ্যাপসটির ডাটা ফাইল ডাউনলোড করে নেন ৷ ২০ মেগাবাইটের মতো ফাইলটা ৷
⇉ভাষা বাংলা নির্বাচিত করে ইমেইল দিয়ে রেজিষ্টার করে নেন ৷
⇉এবার সিলেক্ট অপশন থেকে Asia->Bangladesh এর ম্যাপটা ডাউনলোড করে নেন(১০ মেগাবাইট)৷
⇉ এবার জিপিএস চালু করে সিগনালের জন্য অপেক্ষা করেন ৷
⇉নিচের ডানপাশের মেনু আইকনে ক্লিক করে Destination এ যান৷ এখান থেকে যে জায়গাটিতে যেতে চান সেখানকার নাম লিখেন ৷ খুজেঁ পাওয়ার পর নেভিগেটে ক্লিক করলে আপনার অবস্থান থেকে কাঙ্ক্ষিত জায়গাটির দুরত্ব ,আপনার গতিবেগ এবং এ্যারাইভাল টাইম জানতে পারবেন ৷ এমনকি বাংলা ভাষায় ভয়েস কমান্ডের মাধ্যমে আপনার গতিবিধির সম্পর্কে জানতে পারবেন ৷
কোথাও বুঝতে সমস্যা হলে জানাতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে ৷ টেক সম্পর্কিত নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকেন ৷