- প্রযুক্তির কথা বলে

September 17, 2016

ইউটিউব ভিডিও ফাইলকে অডিও আকারে ডাউনলোড করুন সফটওয়্যার ছাড়াই

Youtube থেকে সাধারণত আমরা ভিডিও ফাইল দেখি এবং ডাউনলোড করি। কিন্তু কিছু ফাইল আছে যেগুলোর শুধুমাত্র অডিও প্রয়োজন কিংবা ভিডিও এর ততটা প্রয়োজন নেই। আমরা সাধারনত ইউটিউব থেকে   কোন কিছু  ডাউনলোড করতে হলে নানারকম অ্যাপ ইউজ করে থাকি।
আর অ্যাপ ছাড়া কিভাবে ইউটিউব থেকে ডাউনলোড করতে হয় তা নিয়ে আমি আগে ১ টা পোস্ট করেছিলাম। আগের পোস্ট টা দেখতে নিচের লিংক এ যান।
এখানে ক্লিক করুন
কিন্তু অ্যাপ দিয়ে ইউটিউব থেকে অডিও গান আনলে আমরা ভাল সাউন্ড পাই না।
তাই কিভাবে High Quality অডিও ডাউনলোড করতে হয় ইউটিউব থেকে তা আজ বলব।
প্রথমে আপনে আপনার  ফোন এর যে কোন একটি BROWSER থেকে youtube.com লিখে ইন করুন।  তারপর যে গান টি আনতে চান সেই গানটি সার্চ করুন। গানটি আসার পর Enter address থেকে  address কপি করুন।
তারপর  এই লিংক এ ইন করুন । একটি পেইজ আসবে, সেখানে আপনে  আগের কপি করা address বারে paste করুন। আর ডাউনলোড করুন High Quality mp3। ধন্যবাদ
  
#ইমরান জাকির





 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ