- প্রযুক্তির কথা বলে

September 02, 2016

ভয়েস কমান্ড দিয়ে নিয়ন্ত্রণ করুন আপনার প্রিয় অ্যান্ড্রয়েড ডিভাইসটি!! কোনো থার্ড পার্টি apps ছাড়াই

আপনি কী জানেন আপনার ফোনটি স্পর্শ না করেই অর্থাত দুরে বসেই  নির্দিষ্ট গান চালু করা,পস করা, বন্ধ করা, কাউকে ফোন করা,এলার্ম সেট,অ্যাপস চালু করা যায়?হা ঠিকই শুনেছেন ....আরো   অবাক হবেন যে সুবিধাটি আপনার ফোনে আগে থেকেই ছিলো তাই আপনার কোনো থার্ড পার্টি apps ডাউনলোড করার দরকার হবে না ! তাই বলবো যারা android এ cortana না থাকতে আফসোস করেছেন ,তাদের আফসোসটাই বৃথা

আপনার ফোনে GOOGLE নামক একটা অ্যাপস আছে ৷ অ্যাপটি খুব কম লোকই নিয়ে ঘাটাঘাটি করে ৷ প্রথমে অ্যাপসটি প্লে স্টোর থেকে আপডেট করে নিন  ৷


কিভাবে চালু করবেন : 

*এবার apps ওপেন  করেন ৷বাম পাশের সবচেয়ে  উপরের কর্ণারে মেনু বাটন পাবেন, ওইখানে ট্যাপ করেন ৷ Setting অপশন পাবেন,প্রবেশ করেন ৷

*Tap on Voice> Offline speech recognition> English (us)>এটির আপডেট চাইবে(২১-৩৯  মেগাবাইট) আপডেট করে নিবেন ৷

*এবার  back এ গিয়ে language>English(us)>Save করে নিন

* Go back>OK Google Detection এ গিয়ে From any screen অপসন টি on করে নিন .ব্যাস কাজ শেষ .
এবার বেরিয়ে আসুন

যেভাবে ব্যবহার করবেন : 

গুগল apps টি ওপেন করুন এরপর  ok Google বলবেন  অথবা মাইক্রোফোন আইকনে ক্লিক করে গুগল কে কাজের জন্য কমান্ড করতে পারেন .
..আর কিভাবে কমান্ড করলে গুগল সেটা বুঝতে পারবে তার একটি নির্দেশনা রয়েছে ,সেটি আপনার না জানা থাকলে গুগল apps ওপেন করে ১ বারের জায়গায় পর পর ৩ বার Ok Google বলুন ,তাহলে সেই নির্দেশনা গুগল আপনাকে জানিয়ে দিবে I

 কিছু উদাহরণ :  ধরুন আপনি ২ ঘন্টা পর এলার্ম দিতে চান তাহলে বলুন Wake me up in 2 hours
আরো কিছু কমান্ড :  call xxx(*contract name) with loudspeaker ,  turn up the brightness , set a timer , , turn on battery saver


 কোথাও বুঝতে সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে জানাতে পারেন ৷ অ্যান্ড্রয়েড বিষয়ক যেকোনো সমস্যায় আমরা আছি আপনাদের পাশে ৷ আমাদের ফেসবুক গ্রুপ  (Android Helpline)

লিখেছেন : ইমরান ও সজীব 
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ