- প্রযুক্তির কথা বলে

February 10, 2017

পিসির হার্ডডিস্ক পার্টিশন এবং ড্রাইভ লেটার চেঞ্জ করুন নতুন করে উইন্ডোজ দেয়া ছাড়াই!!

(Techprokash) আমরা সাধারানত  উইন্ডোজ দেয়ার সময় হার্ডডিস্ক পার্টিশন করে থাকি কিন্তু সেটা উইন্ডোজ না দিয়েও করা যায়, সেটা অনেকে হয়ত জানেনা। এটাই দেখি কিভাবে করতে হয়। এর সাথে কিভাবে ড্রাইভ লেটার  চেঞ্জ করা যায় সেটাও বোনাস হিসেবে দেখব।

একটা বিষয় এক্ষেত্রে মনে রাখতে হবে আপনি যদি আপনার কোন ফাইল আছে এমন ড্রাইভ কে ভেঙে  দুইটা করতে চান তবে সেটার ডাটা অন্য ড্রাইভে কপি করে রাখবেন নয়ত ডাটা ডিলিট হয়ে যাবে ।  আর  আন-আলোকোটেড স্পেস কে সহজেই ড্রাইভে রুপান্ত্রর করতে পারবেন।

কার্যপদ্ধতি : 

প্রথমে মাই My computer এ কার্সর রেখে Right button click করি। তারপর নিচের ধাপ অনুশরন করি।
Manage > Disk Management.




সেখানে ডান পাশে দেখব আমাদের ড্রাইভ গুলোর নাম, Unallocated Space এগুলো।

ড্রাইভ লেটার চেঞ্জঃ

ড্রাইভ লেটার চেঞ্জ এর জন্য যে ড্রাইভ এর লেটার চেঞ্জ করতে চাই সেই ড্রাইভের উপর কার্সর রেখে Right button ক্লিক করি। change drive letter and path এ ক্লিক করলে যে উইন্ডো আসবে সেখান থেকে change এ ক্লিক করে নিউ ড্রাইভ যেমন K, H, S ইত্যাদি সিলেক্ট করে ok প্রেস করি ব্যাস ড্রাইভ চেঞ্জ হয়ে গেল।




এক্ষেত্রে যে লেটার দিবেন সেটা আগে কোন ড্রাইভে থাকলে কিন্তু হবে না। অবশ্যই নতুন লেটার হতে হবে।

পার্টিশনঃ এখান থেকে আপনি চাইলে কোন ড্রাইভ ডিলেট অথাবা ফরম্যাট  দিতে পারবেন এবং Unallocated space থাকলে সেটা দিয়ে নিউ ড্রাইভ তৈরি করতে পারবেন। Unallocated space এর উপর মাউস রেখে Right button click করে Make a New volume এ ক্লিক করে নিউ ড্রাইভ তৈরি করতে পারবেন। এবং এবার my computer এ গিয়ে নিউ ড্রাইভটা কে একটা ফরম্যাট দিতে হবে। তারপর আপনি আপনার ডাটা এখানে রাখতে পারবেন।




এবার আসি কিভাবে আগের করা কোন ড্রাইভ পার্টিশন করবেন, যে ড্রাইভ কে পার্টিশন করতে চান তার উপর কার্সর রেখে right button ক্লিক করে সিলেক্ট করুন Shrink Volume। ক্লিক করার পর একটা উইন্ডো আসবে যেখানে কত সাইজ এর মধ্যে নিউ ড্রাইভ করতে পারবেন সেটা দেখাবে। সেখান থেকে আপনার ইচ্ছা মত সাইজ সিলেক্ট করে shrink বাটনে ক্লিক করলেই নিউ একটা ড্রাইভ হয়ে যাবে। এবার my computer গিয়ে নিউ ড্রাইভটা কে একটা ফরম্যাট দিতে হবে।

আজ এ পর্যন্তই। আশাকরি আপনারা বুঝতে পারবেন।

-মামুন আহমেদ।

পোস্ট ট্যাগ
Computer harddisk.
Hard disk partition
partition pc hard drive
devide hard drive

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ