- প্রযুক্তির কথা বলে

March 25, 2017

Connect বা Save করা Wifi এর Password দেখে নিন (Rooted Device Only)

(Techprokash) আপনাদের অনেকের ফোনে হয়তো Wifi Connect করা আছে বা কেউ করে দিয়েছে যার Password আপনি জানেন না।আজ আপনাদেরকে দেখাবো কিভাবে Connect বা Save করা Wifi এর Password দেখবেন।Password দেখার জন্য ২ টি পদ্ধতি আপনাদেরকে দেখাব।

পদ্ধতি ১ঃ

প্রথমে নিচের লিংক থেকে 5 MB এর App টি Download করুন

Download:Wifi Password

ডাউনলোড শেষ হলে App টি ওপেন করুন।নিচের ছবির মত আসলে Ok তে ক্লিক করুন

তারপর রুট (Root) পারমিশন চাইলে Allow বা Grant - এ ক্লিক করুন

তারপর দেখুন আপনার ফোনে কানেক্ট থাকা Wifi এর Password দেখাচ্ছে।নিচের ছবির মত

২য় পদ্ধতিঃ-

প্রথমে নিচের লিংক থেকে Es File Explorer File Manager অ্যাপটি ডাউনলোড করে নিন।যাদের ডাউনলোড করা আছে তাদের নতুন করে ডাউনলোড করতে হবে না।

Download: Es File Explorer File Manager

ডাউনলোড হয়ে গেলে Es File Explorer ওপেন করুন।তারপর নিচের ছবিতে যেখানে(মেনুতে) ক্লিক করা হয়েছে সেখানে ক্লিক করুন

এখন Root Explorer এ ক্লিক করুন

রুট পারমিশন চাইলে, Allow বা Grant -এ তে ক্লিক করুন

তারপর Local লেখায় ক্লিক করুন

এখন নিচের ছবির মতো দেখাবে, সেখান থেকে Device লেখায় ক্লিক করুন

তারপর Data নামে Folder খুঁজে বের করে ঐ ফোল্ডারে ক্লিক করুন

এখন misc নামের ফোল্ডার খুঁজে বের করে ক্লিক করুন

এখন wifi নামের ফোল্ডার খুঁজে বের করে wifi ফোল্ডারে ক্লিক করুন

তারপর দেখুন wpa_supplicant.conf  নামে একটি File আছে,সেইটাতে ক্লিক করুন

এখন নিচের ছবির মতো লিস্ট দেখাবে সেখান থেকে Es Note Editor এ ক্লিক করুন

এখন দেখুন নিচের ছবির মতো দেখাবে এবং সেখানে আপনার ফোনে কানেক্ট ( Connect) বা Save করা Wifi এর Password দেখতে পাবেন।

এই ধরনের আরো নতুন নতুন টিপস জানতে আমাদের ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করুন।

ধন্যবাদ।

-শাহীন আহামেদ

Post tag:
Wifi
wifi password
How i show my connected wifi password
how i show my save wifi password

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ