- প্রযুক্তির কথা বলে

March 27, 2017

আপনার Mobile - এর Display live শেয়ার করুন Facebook - এ



আপনারা অনেকেই হয়তো নিজের ফোনে যা করবেন সেইটা Facebook/Youtube এ Live দেখাতে চান,কিন্তু পারেন না।আবার অনেকেই হয়তো Facebook / Youtube এ Live আসতে পারেন না।মূলত এই ধরনের সমস্যায় যারা আছেন তাদের জন্যই আজকের এই পোষ্ট।তাই কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

নিচের লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।

Download: CameraFi live

ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন।ওপেন করার পর নিচের মার্ক করা জায়গায় ক্লিক করুন




ক্লিক করার পর নিচের ছবির মতো দেখাবে এবং Screen Capture লেখা দেখতে পারবেন।নিচের ছবির মতো




এখন আপনি যেইটাতে Live দেখাতে চান সেইটা সিলেক্ট করুন।আমি Facebook এর পদ্ধতি আলোচনা করব।

এখন Facebook এ ক্লিক করুন




এখন আপনার আইডিতে লগ ইন করুন।যাদের করা আছে তারা তাদের  লগ ইন করার দরকার নেই।লগ ইন করা হলে নিচের ছবির মতো দেখাবে, সেখান থেকে আপনার আইডির নামের ওপর ক্লিক করুন




নিচের ছবির মত আপনার আইডির উপর একটা হালকা লাল দাগ আসবে।এখন Ok তে ক্লিক করুন




Ok তে ক্লিক করার পর নিচের ছবির মতো  Facebook লেখাটা স্পষ্ট হবে এবং সেখান থেকে Start লেখায় ক্লিক করুন




এখন নিচের ছবিতে মার্ক করা আইকনের মতো আইকন দেখতে পাচ্ছেন,ঐটাতে ক্লিক করুন




এখন নিচের ছবির মতো দেখাবে এবং সেখান থেকে Go তে ক্লিক করুন




এবার F create লেখায় ক্লিক করুন




এখন শুধু Start Now তে ক্লিক করবেন।তাহলেই আপনার ফোনে যা দেখবেন বা করবেন তার সবই Facebook এ Live দেখাবে।




লাইভ শুরু হলে নিচের মার্ক করা আইকনটির রং লাল হবে।




আর যারা Facebook এ Live যেতে পারছেন না তারা এই সব কিছু করার পর শুধু নিজের ফোনের সামনের ক্যামেরাটা On করলেই হবে।

ধন্যবাদ।

আরো নতুন টিপস পেতে আমাদের ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করুন।

-শাহীন আহমেদ

Post tag:
Facebook
Facebook live
Facebook live streaming
Facebook live streaming through mobile
Facebook Broadcast
Youtube live
youtube broadcast
youtube live streaming
youtube live streaming through mobile


 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ