Pendrive ফুল তারপরও Empty দেখাচ্ছে? সমাধান করে ফেলুন সহজেই
মাঝে মাঝে কিছু Software ও Hardware এর সমস্যার কারণে আমাদের কম্পিউটার Hard Drive Rocognize করতে ব্যর্থ হয়। তখন অনেক সময় USB drive full থাকলেও Empty দেখায় তখন বেশির ভাগ ব্যবহারকারীই চিন্তিত হয়ে পড়ে ও ঘাবড়ে যায়। ঘাবড়ানোর কারণ নেই। নীচের পদ্ধতি গুলো অনুসরণ করুন তাহলেই এই সমস্যার হাত থেকে সহজেই মুক্তি পাবেন। চলুন কাজের কথায় যাওয়া যাক। এ সমস্যা সমাধানের পদ্ধতি ২ টি।
পদ্ধতি ১:-
ধাপ ১ঃ প্রথমেই আপনার USB Drive আবার কম্পিউটার এ লাগান এবং ‘MY COMPUTER’ এ গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করুন এরপর “Manage” এ ক্লিক করুন।
পদ্ধতি ১:-
ধাপ ১ঃ প্রথমেই আপনার USB Drive আবার কম্পিউটার এ লাগান এবং ‘MY COMPUTER’ এ গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করুন এরপর “Manage” এ ক্লিক করুন।
ধাপ ২ঃ এখন আপনি ‘computer management’ এর মধ্যে অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে “Disk Management” অপশনে ক্লিক করুন।
ধাপ ৩ঃ এখন আপনি আপনার USB Drive খুঁজে বের করুন এবং এর ওপর Right click করুন এবং ‘Change Drive Letters and Paths’ অপশন সিলেক্ট করুন।
ধাপ ৪ঃ এখন আপনাকে Drive Letter Or path choose করতে বলবে সেখান থেকে আপনার Drive letter Choose করুন এবং OK বাটনে ক্লিক করুন।
ব্যস! কাজ শেষ। এখন আপনার USB DRIVE Remove করে আবার লাগান এবং চেক করুন যে যে ফাইল গুলো আপনার ড্রাইভে ছিল সেগুলো আছে কিনা। যদি ফাইল গুলো এরপরেও না Show করে তাহলে হতাশ হয়ে পোস্টদাতা কে গালাগালি দেয়ার দরকার নেই। কারণ পোস্ট দাতা বিকল্প ব্যবস্থাও রেখেছে আপনাদের জন্যে। নীচে বিকল্প পদ্ধতি স্ক্রীণশট সহ তুলে ধরা হল।
পদ্ধতি ২ঃ
ধাপ ১ঃ প্রথমে ঝটপট ‘My Computer’ ওপেন করুন এবং “organize” এ ক্লিক করুন।
পদ্ধতি ২ঃ
ধাপ ১ঃ প্রথমে ঝটপট ‘My Computer’ ওপেন করুন এবং “organize” এ ক্লিক করুন।
ধাপ ২ঃ এখন “Organize” এ ক্লিক করার পর নীচে গিয়ে “Folder and search option.” এ ক্লিক করুন।
ধাপ ৩ঃ এখন General Tab এর পাশে “view” Tab এ ক্লিক করুন।
ধাপ ৪ঃ এখন Advance Setting এর Box থেকে “Hidden Files and Folders” অপশনটি খুঁজে বের করুন এবং সেখানে থেকে Show hidden files,folders and drives এ ক্লিক করুন, তারপর Apply বাটনে ক্লিক করুন।এরপর Ok তে ক্লিক করুন।
এখন আপনার Pendrive টি ওপেন করে দেখুন file গুলো দেখতে পাবেন।
এখন আপনার Pendrive টি ওপেন করে দেখুন file গুলো দেখতে পাবেন।
ধন্যবাদ।
টেকনোলজি সম্পর্কে আরো জানতে আমাদের ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করুন।
-Showvik sarker
Post tag:
hide
Pendrive
pendrive hidden file
pc hidden file
how i unhidden hidden file
how i show hidden file of my PC
টেকনোলজি সম্পর্কে আরো জানতে আমাদের ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করুন।
-Showvik sarker
Post tag:
hide
Pendrive
pendrive hidden file
pc hidden file
how i unhidden hidden file
how i show hidden file of my PC